ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে নিউইর্য়কে ‘কণ্ঠচিত্র’র যাত্রা

- প্রকাশের সময় : ০৪:৪৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
- / ৩৫৫ বার পঠিত
নিউইর্য়ক: ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে নিউইর্য়কে যাত্রা শুরু করলো ‘কণ্ঠচিত্র’ নামের শব্দ শিল্পের নতুন সংগঠন। “দৃঢ় কণ্ঠে হোক চিত্রিত উচ্চারণ” এই শ্লোগানকে ধারণ করে ৩০ জুন রোবরার, সন্ধ্যা ৮ টায় জ্যাকসন হাইট্সের জুইস সেন্টারে সংগঠনের উদ্দ্যাগে আয়োজন করা হয় “আরো কত শব্দহীন হাঁটবে তুমি” নামের আবৃত্তি সন্ধ্যার। আবৃত্তি সহ কণ্ঠ সংশ্লিষ্ট সকল মাধ্যমকেই সঙ্গী করে পথ চলার অঙ্গীকার নিয়ে কণ্ঠচিত্র-এর এই যাত্রা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন সংগঠনের আয়োজকরা। শুদ্ধ, নান্দনিক ও সৃজনশীল সংস্কৃতি চর্চার ব্রত নিয়ে যাত্রারম্ভের এই উদ্যোগে কন্ঠচিত্রের জন্য শুভকামনা করে বক্তব্য দিয়েছেন, সাংবাদিক নিনি ওয়াহেদ ও সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস। ঘড়ির কাঁটায় ঠিক আটটায় মিলনায়তনের দরজা খুলে যায়, চমৎকার মঞ্চ সজ্জা ও আলোক দৃশ্য পটে পুরো মিলনায়তনের দৃশ্যপট বদলে যায়। দর্শকরা আসন গ্রহন করার পর পরই শান্তা নাগের কন্ঠে রাগ পিলুর কিছু আলাপ যখন চলছিলো তখন আবৃত্তিকাররা একে একে মঞ্চে প্রবেশ করেন। আবৃত্তির মাঝে বক্তাদের বক্তব্য দেওয়াটাকে, আবৃত্তির একটা অংশ বলে মনে হয়েছে।
মিজানুর রহমান বিপ্লবের ভাবনায় কণ্ঠচিত্র-এর প্রথম আবৃত্তি প্রয়াসে আবৃত্তিতে অংশগ্রহণ করেন: শান্তা শ্রাবণী, অদিতি সাদিয়া রহমান, সেমন্তী ওয়াহেদ, আনোয়ারুল হক লাভলু, হীরা চৌধুরী এবং মিজানুর রহমান বিপ্লব। আবৃত্তিকাররা একে আবৃত্তি করেন শহীদ কাদরী, উন্মেস দাস, মান্নার হীরা, ফজল শাহাবুদ্দীন, মোশাদ আলী, শহীদুর রহমান, জীবনানন্দ দাশ, শুভ দাশগুপ্ত, সঞ্জীব চট্টোপ্যাধায়, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, দিলওয়ার, নির্মলেন্দু গুন, সলিল চৌধুরী, সুনীল গঙ্গোপাধ্যায়, আমিরুল ইসলাম, নবারুণ ভট্টাচার্য, সৈয়দ শামসুল হক, শক্তি চট্টোপাধ্যায়, সৃজন সেন, কাজী নজরুল ইসলাম, জয়দেব বসু ও তারিক সুজাত এর কবিতা। চতুর্ভাষিক কোলাজে পড়া হয় মার্টিন লুথার কিং জুনিয়র, চে গুয়েভারা, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতার অংশবিশেষ। কবিতার মাঝে নিখুতভাবে বাদ্য প্রক্ষেপণের কাজটি সম্পন্ করেছেন আশরাফুল হাবিব মিহির, যা আবৃত্তিকে আরো শ্রুতিময় করে তোলে। তবলার ও মন্দিরায় ছিলেন শহীদ উদ্দিন। পুরো আয়োজন দেখে বুঝা গিয়েছে, আয়োজকরা যে কতটা পরিশ্রম করেছেন, সুন্দর ও স্বার্থক একটি অনুষ্ঠান দর্শকশ্রোতাদের উপহার দেবার জন্য। -প্রেস বিজ্ঞপ্তি।