পা নয় আঙ্গুল কাটা হবে টেলি সামাদের
- প্রকাশের সময় : ১১:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪
- / ১৯৮৫ বার পঠিত
টেলি সামাদের পা কাটা হচ্ছে এমন একটি সংবাদ প্রকাশ হয় ২০ অক্টোবর। কিন্ত খবর নিয় জানা যায় যে পা নয় টেলি সামাদের পায়ের আঙ্গুল কাটা হবে। এ বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেন টেলি সামাদের ছেলে দিগন্ত। তিনি বাংলামেইলকে আরো বলেন,‘বাবার পা কাটার খবরটা মিথ্যা। সম্ভবত ওনার বাঁ পায়ের একটি আঙ্গুুল কাটা হবে। এটা নিয়ে বাবা ভয় পেয়েছিলেন। তিনি আঙ্গুল কাটতে রাজি হননি প্রথমে। পরে আমরা এবং ডাক্তার সবাই মিলে তাকে রাজি করাই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
তিনি আরো জানান যে, বর্তমানে টেলি সামাদ আগের চেয়ে সুস্থ। তিনি সবার সঙ্গে কথা বলছেন। ২১ অক্টোবর অথবা ২২ অক্টোবর টেলি সামাদের পায়ের অস্ত্রোপচার হতে পারে বলেও তার ছেলে জানান।
বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সহযোগী কনসালট্যান্ট কামাল পাশার তত্ত্বাবধানে আছেন। গ্যাংগ্রিন, কিডনি, স্নায়ু ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন টেলি সামাদ। আর গ্যাংগ্রিনের কারণে তার পায়ের আঙ্গুল কাটা হবে।
গত শুক্রবার সন্ধ্যায় টেলি সামাদ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপরর অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে আনা হয়।
বলা ভালো, এইর মাঝে অভিনয় জীবনের চার দশক পার করেছেন এ অভিনেতা। তিনি এ পর্যন্ত প্রায় ছয়শত ছবিতে অভিনয় করেছেন। ১৯৭৩ সালে ‘কার বউ’ ছবির মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।‘মনা পাগলা’ নামে একটি ছবির সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। শুধু চলচ্চিত্র নয় প্রচুর টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন টেলি সামাদ।