ভারতের কাছেও হারল দক্ষিণ আফ্রিকা
- প্রকাশের সময় : ০৮:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০১৯
- / ২৮৯ বার পঠিত
রোহিত পেয়েছেন সেঞ্চুরি – ছবি : ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচ হারলো দক্ষিণ আফ্রিকা। আগের দুই ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হারের পর বুধবার (৫ ঝুন) ভারতের কাছেও হেরেছে দলটি। এদিন টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ২২৭ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে জাসপ্রিত বুমরাহর জোড়া আঘাতের পর ফাফ ডু প্লেসিস ও ভ্যান ডার ডুসেন দলের হাল ধরেন; কিন্তু এরপরই ২০তম ওভারে এই দুজনকে তুলে নেন ভারতীয় লেগ স্পিনার যুযুবেন্দ্র চাহাল। এরপর শেষ দিকে ফেহলুকওয়ে, ক্রিস মরিস আর রাবাদার ছোট ছোট পার্টনারশিপে দলটি কোন মতে দুই শ পার করেছে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৭ রান তুলেছে তারা ৫০ ওভারে।
চাহাল ৪টি, বুমরাহ ও ভূবনেশ্বর কুমার ২টি করে উইকেট নিয়েছেন।
রান তাড়া করতে নেমে রোহিত শর্মার অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। ১৩ চার ও ২ ছক্কায় ১৪৪ বলে এই রান করেন রোহিত। এছাড়া ধোনী ৩৪ ও লোকেশ রাহুল ২৬ রান করেন।