ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার ইফতার মহফিল অনুষ্টিত
- প্রকাশের সময় : ০৮:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯
- / ২৬৭ বার পঠিত
নিউইয়র্ক: গত ২৭ মে রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার ইফতার মহফিল অনুষ্টিত হয়। এসোসিয়েশনের সভাপতি বশির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযাদ্ধা সংসদ যুক্তরাষ্ট্রের কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী। অনুষ্ঠানেমোনাজাত পরিচালনা করেন ক্বারী খালেদ মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট এমসি সরকারী কলেজ এলামনাই এসোসিয়েসনের সভাপতি বেলাল উদ্দীন, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, মদনমোহন কলেজের সাবেক ভিপি শাহাব উদ্দীন,বাংলাদেশ সোসাইটির ট্রষ্টি বোর্ড সদস্য ওয়াসী চৌধুরী, বিশ্বনাথ সমিতির উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি মিজানুর চৌধুরী সেফাজ, বিয়ানিবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক চানু, নব গঠিত বালাগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি হাজী আব্দুল জলিল, উপদেষ্টা ইছমত আলী মাষ্টার, বিশ্বনাথ কল্যাণ সমিতির সভাপতি হাজী মনির আহমদ, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাবেক সভপতি তোফায়েল আহমদ চৌধুরী, রূপালী ব্যাংক-এর সাবেক ডি জি এম সিরাজ উদ্দীন চৌধুরী, বালাগঞ্জ ওসমানীনগর সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান বাশার, বালাগঞ্জ ওসমানীনগর সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরীফুল খালিছদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আলী হোসেন গজনবী, কমিনিটি নেতা আবুল হোসেইন, কাজী ছিদ্দীক আহমদ, কাজী আখতার আহমদ, মো: ইকবাল হোসেন, মো: মোজাম্মেল, ফরহাদ আহমেদ, নাজমুল আহমেদ মাছুম আহমদ, সমিতির উপদেষ্টা অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, আব্দুল মান্নান ও কাজী ওদুদ অহমেদ, কার্যকরী কমিটির সদস্য আজীজ আহমদ ছালিক, ফখরুল চৌধুরী মিসলু, নুরুল ইসলাম আমীর, জামান মনির গিয়াস, আতাউর রহমান আতা, আনছার তফাদার, আব্দুল খালিক ফারুক, আব্দুল মজীদ, সুমন দেব, কাওছার আহমদ, জুমান তফাদার, দীপু তফাদার, মাসুদুর রহমান দীপু, কাজী কামরুজ্জামান আহমদ নাজীম, আবুল কালাম আজাদ, কাজী তানিম আহমদ, কাজী তানজীম আহমদ, ফারদীন নোহান ও সৈয়দ ফরীদ উদ্দীন সহ বিপুল সংখ্যক ওসমানীনগর প্রবাসী। – প্রেস বিজ্ঞপ্তি।