নিউইয়র্ক ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে অনশন কর্মসূচি পালনের ঘোষণা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৫৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
  • / ৫৮২ বার পঠিত

ঢাকা: দেশব্যাপী লাগাতার অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ। পাশাপাশি ২৫ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী কঠোর কর্মসূচি ও খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ নম্বরের গোলচত্বরে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। আগামী ২৪ জানুয়ারির মধ্যে বিএনপির চেয়ারপারসন হরতাল ও অবরোধ প্রত্যাহার না করলে ২৫ জানুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করবে শ্রমিক লীগ।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে রওনা দিলে পুলিশি বাধার মুখে গুলশান-২ নম্বরের গোলচত্বরে অবস্থান নেয় বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানার নিয়ে নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেয়। গোলচত্বরে দাঁড়িয়েই তারা অবরোধবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহণ শ্রমিক লীগের নেতা-কর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গোলচত্বরের পাশে আলম মার্কেটের গলিতে সমাবেশ করে। সমাবেশ শেষে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে নেতা-কর্মীরা গোলচত্বরে আসেন।

অপরদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় অভিমুখে রওনা হয় সম্মিলিত গাড়িচালক সমিতি ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারাও বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করতে গেলে গোলচত্বরে পুলিশ বাধা দেয়।

এদিকে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে গুলশান-২ নম্বর গোলচত্বরে বিপুলসংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। গোলচত্বরে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে অনশন কর্মসূচি পালনের ঘোষণা

প্রকাশের সময় : ০৩:৫৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫

ঢাকা: দেশব্যাপী লাগাতার অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ। পাশাপাশি ২৫ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী কঠোর কর্মসূচি ও খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ নম্বরের গোলচত্বরে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। আগামী ২৪ জানুয়ারির মধ্যে বিএনপির চেয়ারপারসন হরতাল ও অবরোধ প্রত্যাহার না করলে ২৫ জানুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করবে শ্রমিক লীগ।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে রওনা দিলে পুলিশি বাধার মুখে গুলশান-২ নম্বরের গোলচত্বরে অবস্থান নেয় বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানার নিয়ে নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেয়। গোলচত্বরে দাঁড়িয়েই তারা অবরোধবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহণ শ্রমিক লীগের নেতা-কর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গোলচত্বরের পাশে আলম মার্কেটের গলিতে সমাবেশ করে। সমাবেশ শেষে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে নেতা-কর্মীরা গোলচত্বরে আসেন।

অপরদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় অভিমুখে রওনা হয় সম্মিলিত গাড়িচালক সমিতি ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারাও বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করতে গেলে গোলচত্বরে পুলিশ বাধা দেয়।

এদিকে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে গুলশান-২ নম্বর গোলচত্বরে বিপুলসংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। গোলচত্বরে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ।