নিউইয়র্কের মেয়র ব্লাজিও প্রার্থী
- প্রকাশের সময় : ০৭:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
- / ৫৯১ বার পঠিত
হককথা ডেস্ক: আগামী ২০২০ সালে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও প্রার্থী হচ্ছেন। তিনি ডেমোক্র্যাট দলীয় প্রাইমারীতে প্রতিদ্বন্দ্বির জন্য এই সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন। নিউইয়র্ক সিটির দুই বারের নির্বাচিত মেয়র প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারীতে লড়াইয়ের জন্য ইতিমধ্যেই কয়েকটি অঙ্গরাজ্য সফর করে জনমত যাচাই করেছেন। এমন খবর দিয়েছে নিউইয়র্কের বহুল প্রচারিত নিউইয়র্ক পোষ্ট।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিার জন্য ইতোমধ্যেই সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থীতা ঘোষণা করেছেন। এছাড়াও সিনেটর বার্ণি সেন্ডার্স সহ আরো অন্তত ২০জন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী প্রাইমারীতে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন। তাদের সাথে মেয়র ব্লাজিও-কে প্রাইমারীতে মুখোমুখী হতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিার জন্য বিল ডি ব্লাজিও ইতিমধ্যেই তার নির্বাচনী কৌশল নিয়ে তার উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। উল্লেখ্য, ৮ মে মেয়র ব্লাজিওর জন্ম দিন। চলতি বছরের এই দিনে তিনি ৫৮ বছরে পদার্পণ করবেন। অপরদিকে ১৪ মে স্ত্রী শারলিন মেকক্রীর সাথে তার বিবাহের ২৫ বছর পূর্তি। আর ২০ মে তাদের পুত্র ডান্টে ইয়েল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করবেন।