নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ২
- প্রকাশের সময় : ০৩:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
- / ৪৯৩ বার পঠিত
হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ এ হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টি ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রধানতম শহর শার্লটেতে অবস্থিত। হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুলিশ প্রধান জেফ বেকার বলেছেন, অজ্ঞাত এক ব্যক্তি বন্দুক দিয়ে শিক্ষার্থীর ওপর গুলি চালিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা।
এছাড়া তিনি জানান, কয়েকজন পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তবে তার পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। শহরটির মেয়র ভি লাইলেস এক টুইট বার্তায় হতাহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।