গণভবনে যাননি তানহা
- প্রকাশের সময় : ০২:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
- / ৪০৫ বার পঠিত
হককথা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে নির্বাচিতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ মার্চ) গণভবনে ডাকসু ও হল সংসদের ২৫৯ জন প্রতিনিধি চায়ের অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু নির্বাচনে ফল কারচুপির অভিযোগ এনে কবি সুফিয়া কামাল হল সংসদের সদস্য লামইয়া তানজিন তানহা যাননি। ইংরেজি বিভাগের এই ছাত্রী সদস্য পদে প্রগতিশীল ছাত্রঐক্যের প্যানেল থেকে নির্বাচন করেছেন। ঘোষিত ফলাফলে ৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হলেও সামগ্রিকভাবে পুরো ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করেন তিনি। জানতে চাইলে লামইয়া তানজিন তানহা বলেন, নির্বাচনে যখন কারচুপি হলো তখনই আমরা সবাই প্যানেল থেকে বর্জনের ঘোষণা দিয়েছি। তারপর ফলাফল ঘোষণার পর আবার যখন দেখলাম আমি জয়ী হয়েছি তখন আমি এ ফলাফল আর গ্রহণ করতে পারি না। কারণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি তার ভোট দিতে না পারে সেটাও ওই শিক্ষার্থীর সঙ্গে বিশাল অন্যায়। সেজন্য আমি প্রথমে নির্বাচন বর্জন করেছি, পরে পদত্যাগ করেছি। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি না। এছাড়া বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সদস্য ফারজানা আক্তার মীমও একই কারণে গণভবনে যাননি। (মানবজমিন)