নিউইয়র্ক ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

 বিএসএমএমইউ ভিসিকে প্রধানমন্ত্রীর ধমক!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
  • / ৪৩৪ বার পঠিত

হককথা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা ব্যবস্থাপনা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ও হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী আহসানকে ধমক দিয়েছেন। রোববার (৩ মার্চ) অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখে প্রধানমন্ত্রী বিএসএমএমইউ থেকে চলে যাওয়ারে পরপরই ধমকানোর বিষয়টি মুখে মুখে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ‘ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া প্রয়োজন, নাকি প্রয়োজন নেই, নাকি দেশের অন্য হাসপাতালে নেয়া প্রয়োজন’- অভিজ্ঞদের সাথে কথা বলে যখন এসব প্রশ্নের যথার্থ উপায় খুঁজছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তখন অধ্যাপক সৈয়দ আলী আহসান প্রস্তাব দেন ঢাকার ইউনাইটেড হাসপাতালের।
ভিসির কাছ থেকে এই প্রস্তাব পেয়ে প্রধানমন্ত্রী রেগে যান। এ সময় প্রধানমন্ত্রী ভিসিকে ধমকের স্বরে বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কী ইউনাইটেড উন্নত?’
অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখার পর প্রধানমন্ত্রী যখন চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ শারীরিক খবর নিচ্ছিলেন তখনও নাকি তিনি ইউনাইটেডের প্রসঙ্গ তুলে ভিসি ও অধ্যাপক সৈয়দ আলী আহসানকে ধমকান।
এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে এতো এতো টাকা দেয় সরকার, বিএসএমএমইউকে সমৃদ্ধ করতে এতোকিছু দেয়া হয়, স্বাস্থ্যখাতের উন্নয়নে এতো পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু কোথায় এসব? কেন ইউনাইটেডের কথা আসবে? তারা কী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভাল? এ সময় সবাইকে সতর্ক করে দেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে।
রোববার বিকালে বিএসএমএমইউ-এর সাংবাদিক সম্মেলনে ভিসির কাছে এই প্রতিবেদক জানতে চান, ‘দাবি করা হয়, দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, এই উন্নত অবস্থা দিয়ে কী ওবায়দুল কাদেরকে সুস্থ করা সম্ভব?’
এই প্রশ্নে ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত সবকিছু আমরাই করেছি। মারাত্মক খারাপ অবস্থা থেকে কিছুটা উন্নতি আমাদের দ্বারাই হয়েছে। রোববার রাতে প্রধানমন্ত্রীর বিষয়ে ভিসি কনক কান্তি বড়ুয়ার মন্তব্য জানতে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।
তার ঘনিষ্ঠ একজন সহচর এবং বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে জাগরণকে রোববার জানান, প্রধানমন্ত্রীর কথা একটাই ছিল, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় এতো এতো উন্নতি সাধন হয়েছে, তাহলে আজকে কেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন রোগীকে ইউনাইটেডে বা অন্য হাসপাতালে পাঠানোর কথা বলা হবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

 বিএসএমএমইউ ভিসিকে প্রধানমন্ত্রীর ধমক!

প্রকাশের সময় : ০৮:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯

হককথা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা ব্যবস্থাপনা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ও হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী আহসানকে ধমক দিয়েছেন। রোববার (৩ মার্চ) অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখে প্রধানমন্ত্রী বিএসএমএমইউ থেকে চলে যাওয়ারে পরপরই ধমকানোর বিষয়টি মুখে মুখে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ‘ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া প্রয়োজন, নাকি প্রয়োজন নেই, নাকি দেশের অন্য হাসপাতালে নেয়া প্রয়োজন’- অভিজ্ঞদের সাথে কথা বলে যখন এসব প্রশ্নের যথার্থ উপায় খুঁজছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তখন অধ্যাপক সৈয়দ আলী আহসান প্রস্তাব দেন ঢাকার ইউনাইটেড হাসপাতালের।
ভিসির কাছ থেকে এই প্রস্তাব পেয়ে প্রধানমন্ত্রী রেগে যান। এ সময় প্রধানমন্ত্রী ভিসিকে ধমকের স্বরে বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কী ইউনাইটেড উন্নত?’
অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখার পর প্রধানমন্ত্রী যখন চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ শারীরিক খবর নিচ্ছিলেন তখনও নাকি তিনি ইউনাইটেডের প্রসঙ্গ তুলে ভিসি ও অধ্যাপক সৈয়দ আলী আহসানকে ধমকান।
এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে এতো এতো টাকা দেয় সরকার, বিএসএমএমইউকে সমৃদ্ধ করতে এতোকিছু দেয়া হয়, স্বাস্থ্যখাতের উন্নয়নে এতো পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু কোথায় এসব? কেন ইউনাইটেডের কথা আসবে? তারা কী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভাল? এ সময় সবাইকে সতর্ক করে দেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে।
রোববার বিকালে বিএসএমএমইউ-এর সাংবাদিক সম্মেলনে ভিসির কাছে এই প্রতিবেদক জানতে চান, ‘দাবি করা হয়, দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, এই উন্নত অবস্থা দিয়ে কী ওবায়দুল কাদেরকে সুস্থ করা সম্ভব?’
এই প্রশ্নে ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত সবকিছু আমরাই করেছি। মারাত্মক খারাপ অবস্থা থেকে কিছুটা উন্নতি আমাদের দ্বারাই হয়েছে। রোববার রাতে প্রধানমন্ত্রীর বিষয়ে ভিসি কনক কান্তি বড়ুয়ার মন্তব্য জানতে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।
তার ঘনিষ্ঠ একজন সহচর এবং বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে জাগরণকে রোববার জানান, প্রধানমন্ত্রীর কথা একটাই ছিল, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় এতো এতো উন্নতি সাধন হয়েছে, তাহলে আজকে কেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন রোগীকে ইউনাইটেডে বা অন্য হাসপাতালে পাঠানোর কথা বলা হবে।