মনিরুল ইসলাম শিকদারের জানাজা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১০:৪৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯
- / ৫৩৭ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে হত্যাকান্ডের শিকার, বিপ্লবী রাজনীতিক সিরাজ শিকদারের ছেলে মনিরুল ইসলাম শিকদারের নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত উডসাইডের বাসা থেকে মনিরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে একাকী বাসায় ইন্তেকাল করেন বলে ধারণা করা হচ্ছে। খবর ইউএনএ’র।
জ্যামাইকা মুসলিম সেন্টারের অন্যতম পরিচালক ইমাম শামসে আলী মনিরুল ইসলাম শিকদারের জানাজা নামাজে ইমামতি করেন। এতে কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন ভূইয়া, পারভেজ সাজ্জাদ, যুবদল নেতা জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমদ, রেজাউল আজাদ ভূঁইয়া, কমিউনিটি নেতা ছদরুন নূর, বাহলুল সৈয়দ উজ্জল, এর আগে পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আতœার শান্তি কামনায় সবার দোয়া কামনা করেন সরদার এফ সাদী। এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান ও সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী।
জানাজার নামাজ শেষে প্রবাসী মুসল্লীরা মরহুম মনিরুল ইসলাম শিকদার-কে এক নজর দেখতে জেএমসি-তে ভীড় জমান। এসময় তার স্ত্রী ও দুই কন্যা তাকে দেখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে জেএমসি থেকে তার মরদেহ ফিউনেরাল হোমে রাখা হয়েছে।
পরিবারের সিদ্ধান্তে মনিরুল ইসলাম শিকদারের মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং তার বাবার কবরের পাশে দাফন করা হবে। কানাডায় বসবাসকারী তার একমাত্র বোন নিউইয়র্ক আসার পরই মনিরুল ইসলাম শিকদারের মরদেহ ঢাকায় প্রেরনের উদ্যোগে নেয়া হবে বলে জানা গেছে।