এক স্লিপ
- প্রকাশের সময় : ০৯:২৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫
- / ৯১৯ বার পঠিত
নিউইয়র্ক: এই সপ্তাহের ঘটনা। অফিসে কাজে ব্যস্ত। এরই মধ্যে ফোনের পর ফোন। ওপার থেকে প্রশ্ন হ্যাঁলো ভাই নিউজটা ই-মেইলে পাঠিয়েছি, পেয়েছেন কি? ভাই ই-মেইলে ছবি পাঠিয়েছি পেয়েছেন কি? ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিক কারণেই কিছুটা ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেই এলেন একটি সংগঠনের দুই শীর্ষ নেতা। জানালেন তাদের সংগঠনের খবর। বললেন, আমরাই আসল সংগঠন, কেন্দ্র কর্তৃক অনুমোদিত। তাদেরই সংগঠনের নামে কেউ কোন নিউজ পাঠালে প্রকাশ করবেন না। ইত্যাদি ইত্যাদি। বুঝলাম, তাদের মধ্যে বিভক্তি চরমে। এতে আশ্চর্য হলাম না। কেননা, নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির হাতে গোনা কয়েকটি সংগঠন ছাড়া প্রায় সকল সংগঠনেই বিভক্তি। সংগঠনগুলোর এই বিভক্তি নিয়ে কমিউনিটির হোটেল-রেস্তোরায় চায়ের আড্ডা সরগরম। কেন বিভক্তি, কেন এতো সংগঠন ইত্যাদি নানা প্রশ্ন। নেতৃবৃন্দকে বিদায় দিতে না দিতেই নিউজ কভার করতে যেতে হলো মৌলভীবাজারবাসীদের ঐক্যবদ্ধ সংক্রান্ত সাধারণ সভায়। সেখানেই সংগঠনগুলো বিভক্তি নিয়ে নানাজনের নানা কথা। সবশেষে শোনা গেলো বিভক্তি নয়, ঐক্যের কথা। ভালো লাগলো। আসলে ঐক্যের কোন বিকল্প নেই। এই কথাটির মর্মার্থ যত গুরুত্ব দিয়ে আমরা, আমাদের কমিউনিটি নেতারা বা প্রবাসী বাংলাদেশীরা অনুভব করবেন ততই মঙ্গল হবে। ১১ জানুয়ারী’২০১৫ (সাপ্তাহিক বাংলা পত্রিকা)