নিউইয়র্ক ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রথমবারের মতো ভারপ্রাপ্ত সা. সম্পাদক মহিউদ্দিন দেওয়ান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
  • / ৫৩২ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এই প্রথমবারের মতো সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরীন পারভীন বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশে গমন করায় তিনি তার দায়িত্ব পান। অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান সংগঠনের সভাপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এনিয়ে তিনি একাধিকবার দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালন করছেন। খবর ইউএনএ’র।

উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও যুগ্ম সম্পাদক (ভারপ্রাপ্ত সম্পাদক) আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক (প্রথম) ফারুক আহমদ সহ একাধিক নেতা বাংলাদেশে গমন ও অবস্থান করায় সংগঠনের শীর্ষ দুই পদে দুই নেতাকে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ বাংলাদেশ গমন করেন। দলের প্রথম যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশেই অবস্থান করছেন। ড. সিদ্দিকুর রহমান দেশে যাওয়ার আগে সংগঠনের ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে যান অপর সহ সভাপতি সামসুদ্দীন আজাদ-কে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক সামসুদ্দীন আজাদ এক মাস ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালনের পর নতুন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের অপর সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এদিকে গত নভেম্বর মাসের শেষের দিকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ দেশে গমনের পূর্বে সংগঠনের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন-কে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে যান। সর্বশেষ গত ১১ ডিসম্বরর আইরিন পারভীন আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে দলীয় প্রচারের জন্য বাংলাদেশে যাত্রা করেন। ফলে আইরিন পারভীনের অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব এবং কর্মকান্ড গতিশীল রাখার লক্ষ্যে অপর সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করেন। ফলে মহিউদ্দিন দেওয়ান এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।
মহিউদ্দিন দেওয়ান যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছাড়াও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতির দায়িত্ব পালন করছেন। মুন্সিগঞ্জ-বিক্রমপুরের সন্তান মহিউদ্দিন দেওয়ান ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের রাজনীতি করতেন এবং তিনি বাংলাদেশের একজন জাতীয় অ্যাথলেটস ছিলেন। দীর্ঘ প্রবাস জীবনে তিনি একাধিকবার প্রবাসী মুন্সিগঞ্জ-বিক্রপুরবাসীদের অন্যতম সামাজিক সংগঠন মুন্সিগঞ্জ-বিক্রপুর এসোসিয়েশন, ইউএসএ ইনক’র সভাপতিও ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

প্রথমবারের মতো ভারপ্রাপ্ত সা. সম্পাদক মহিউদ্দিন দেওয়ান

প্রকাশের সময় : ০৬:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এই প্রথমবারের মতো সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরীন পারভীন বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশে গমন করায় তিনি তার দায়িত্ব পান। অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান সংগঠনের সভাপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এনিয়ে তিনি একাধিকবার দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালন করছেন। খবর ইউএনএ’র।

উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও যুগ্ম সম্পাদক (ভারপ্রাপ্ত সম্পাদক) আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক (প্রথম) ফারুক আহমদ সহ একাধিক নেতা বাংলাদেশে গমন ও অবস্থান করায় সংগঠনের শীর্ষ দুই পদে দুই নেতাকে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ বাংলাদেশ গমন করেন। দলের প্রথম যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশেই অবস্থান করছেন। ড. সিদ্দিকুর রহমান দেশে যাওয়ার আগে সংগঠনের ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে যান অপর সহ সভাপতি সামসুদ্দীন আজাদ-কে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক সামসুদ্দীন আজাদ এক মাস ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালনের পর নতুন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের অপর সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এদিকে গত নভেম্বর মাসের শেষের দিকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ দেশে গমনের পূর্বে সংগঠনের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন-কে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে যান। সর্বশেষ গত ১১ ডিসম্বরর আইরিন পারভীন আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে দলীয় প্রচারের জন্য বাংলাদেশে যাত্রা করেন। ফলে আইরিন পারভীনের অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব এবং কর্মকান্ড গতিশীল রাখার লক্ষ্যে অপর সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করেন। ফলে মহিউদ্দিন দেওয়ান এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।
মহিউদ্দিন দেওয়ান যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছাড়াও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতির দায়িত্ব পালন করছেন। মুন্সিগঞ্জ-বিক্রমপুরের সন্তান মহিউদ্দিন দেওয়ান ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের রাজনীতি করতেন এবং তিনি বাংলাদেশের একজন জাতীয় অ্যাথলেটস ছিলেন। দীর্ঘ প্রবাস জীবনে তিনি একাধিকবার প্রবাসী মুন্সিগঞ্জ-বিক্রপুরবাসীদের অন্যতম সামাজিক সংগঠন মুন্সিগঞ্জ-বিক্রপুর এসোসিয়েশন, ইউএসএ ইনক’র সভাপতিও ছিলেন।