আমৃত্যু বিএনপির সংঙ্গে থাকবো : গোলাম মাওলা রনি
- প্রকাশের সময় : ০৮:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮
- / ৫৫২ বার পঠিত
ঢাকা ডেস্ক: আসন্ন নির্বাচনে বিএনপি যদি নমিনেশন না দিলেও মৃত্যু পর্যন্ত দলটির সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপিতে যোগদান কালে তিনি এ কথা বলেন। এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে গোলাম মাওলা রনিকে স্বাগত জানিয়ে বরণ করে নেন।
গোলাম মাওলা রনি বলেন, যে কোন দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করার আশা-আকাঙ্খা সবারই থাকে, আমারো আছে। আমি আজ এখানে উপস্থিত হয়ে আনন্দিত। কিন্তু যদি বলি, নির্বাচন করার লক্ষে আমি এখানে আসিনি, তাহলে সেটা ডাহা মিথ্যা কথা হবে। আবার যদি বলি, মনোনয়ন না পেলে আমি এখানে থাকবো না, সেটাও সঠিক নয়। বিএনপি থেকে মনোনয়ন না পেলেও আমি মৃত্যু পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকবো। (শীর্ষনিউজ)