অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবী
- প্রকাশের সময় : ১০:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
- / ৬৮৫ বার পঠিত
ব্রাজিল: বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ব্রাজিল শাখায় আহ্ববায়ক সাইফুল্লাহ আল মামুন এবং যুবদল ব্রাজিল বিএনপি আহ্বায়ক মোহাম্মদ খাইরুল হাসানের নেতৃত্বে একটি জরুরী নির্বাহী পরিষদের সভা গত সপ্তাহে অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’র রায়ে সাজা ও কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার এবং অবিলম্বে মুক্তি দাবি জানানো হয়।
সভায় আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীতদের মধ্যে সৎ ও দরিদ্র প্রার্থীদের ব্রাজিল বিএনপি সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়।
এছাড়াও নির্বাচন কমিশনের স্বজনপ্রীতির বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নির্বাহী পরিষদের সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় ব্রাজিল বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, মীর আহমেদ মীরু, মোহাম্মদ মাহবুব মিশু, আবুল কালাম আজাদ এবং যুবদল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্ববায়ক শেখ দুলাল, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আজিম উদ্দিন মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ পেয়ার হোসেন (কমল) প্রমুখ উপস্থিত ছিলেন । -প্রেস বিজ্ঞপ্তি।