বর্ণাঢ্য আয়োজনে জ্যামাইকা থিয়েটারের বিজয় দিবস পালন
- প্রকাশের সময় : ০৪:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
- / ৭৫০ বার পঠিত
নিউইয়র্ক: বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করলো জ্যামাইকা থিয়েটার। এ উপলক্ষ্যে গত ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জ্যামাইকার একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযাদ্ধাদের ফুল দিয়ে সম্মানিত করা ছাড়াও ছিলো নৃত্য, সঙ্গীত ও নাটক।
জ্যামাইকা থিয়েটারের সভাপতি শেখ হায়দার আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ এ রেজাসহ সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সম্বর্ধিত মুক্তিযোদ্ধা যথাক্রমে নাসির আলী খান পল, বাবু চিত্ত রঞ্জন সিংহ, ছদরুন নূর, মোহাম্মদ মনির হোসেন ও সৈয়দ এ রেজা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট গীতিকার ও সাংবাদিক জীবন বিশ্বাস, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র উপদেষ্টা রেজাউল করীম চৌধুরী, ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির সভাপতি বিলাল চৌধুরী, কুইন্স লাইব্রেরীর কর্মকর্তা সেলিনা শারমীন, ম্যাথ ম্যাটার টিউটর-এর পরিচালক সৈয়দ সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বাবু চিত্ত রঞ্জন সিংহ সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাহবুবুল আলম ফিরোজ ও জনপ্রিয় শিশু শিল্পী মাহি, অমিতা সিংহ প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও নতুন প্রজন্মের নৃত্য পরিবেশন উপস্থিত দর্শক-শ্রোতাদের মন কাড়ে। তবলায় ছিলেন দিলীপ রায়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মতিয়ার রহমান ও অপর্ণা রয় সরকার।
অনুষ্ঠানে মান্নান হীরা রচিত নাটক ‘ফেরারী নিশান’ পরিবেশিত হয়। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এ কে সরকার, গোবিন্দ দাস, সৈয়দ এ রেজা, এডভোকেট কামরুজ্জামান বাবু, রাহুল, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, তপন রায়, রুবেল আহমেদ, দিলীপ গোস্বামী, তৌফিক, মাহাবুব রহমান, খান শওকত, নাজিয়া ইয়াকুত, আফরোজা বেগম, হাসিনা বিনতে শিমু, আকন, শেখ হায়দার আলী, আরিফ, অন্ত, মোহাম্মদ আলম।
অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন বাবু চিত্ত রঞ্জন সিংহ, ছদরুন নূর, শেখ হায়দার আলী, সৈয়দ এ রেজা, এডভোকেট কামরুজ্জামান বাবু ও লাকি আলম। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন। টাইম টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।