খালেদা জিয়ার স্বাভাবিক চলাচল ও তারেক রহমানের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবি মুহিদুরের
- প্রকাশের সময় : ১০:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
- / ৮২২ বার পঠিত
লন্ডন: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাভাবিক চলাচল এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান।
গত ৮ জানুয়ারী বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে তিনি অবিলম্বে শেখ হাসিনার সরকারের পদত্যাগ দাবী করেন। মুহিদুর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, বাক স্বাধীনতা, মানবাধিকার সবকিছু হরণ করে নিয়েছেন। পুরো দেশকে এক ব্যক্তির শাসনে পরিণত করেছেন। একটি স্বাধীন দেশে যুদ্ধাবস্থার সৃষ্টি করেছেন। গত ৩১ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাত দফা সমঝোতা প্রস্তাবের বিপরীতে শেখ হাসিনা ৩ জানুয়ারী তাকে অবরুদ্ধ করেছেন। আদালতকে ব্যবহার করে বর্তমান গণআন্দোলনের অন্যতম প্রধান সিপাহসালার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কথা বলার অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছেন। এ পরিস্থিতি কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় ঘটতে পারে না।
মুহিদুর রহমান বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনার ক্ষমতা-লিপ্সা ও মানুষ হত্যার রাজনীতি দায়ী। বিশ্ববাসীও তার আচরণে উদ্বিগ্ন। তিনি বলেন, অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন না দিলে উদ্ভুত পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায় নিতে হবে। রাজপথে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে মানুষ হত্যার ঘটনায় ভবিষ্যতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি হুশিয়ারি দেন। একইসঙ্গে দেশের রাজপথে লড়াইরত সাহসী জনতার পাশে দাঁড়াতে বিএনপির এই আন্তর্জাতিক সম্পাদক বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এই আন্দোলন শিগগিরই সফলতা পাবে বলে বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন।