কুইন্স লাইব্রেীতে এবারের আলোচনা হুমায়ূন আহমেদের ‘জোছনা ও জননীর গল্প’
- প্রকাশের সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
- / ১০৬৩ বার পঠিত
নিউইয়র্ক: কুইন্স লাইব্রেরীর হলিস শাখার বাংলা বুক ক্লাব-পাঠকের পাতা’র এবারের বই হুমায়ূন আহমেদ-এর জোস্না ও জননীর গল্প: মূল আলোচক মনিজা রহমান। অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট, শনিবার দুপুর ২:৩০টায়।
‘জোছনা ও জননীর গল্প’ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে হুমায়ুন আহমেদ রচিত একটি উপন্যাস। ফেব্রুয়ারী ২০০৪ সালে একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশিত হয়। লেখক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংঘটিত তাঁর নিজ জীবনের এবং নিকট সম্পর্কিত ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির বাস্তব অভিজ্ঞতার কথা উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তৎকালীন কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিবর্গের ঘটনা তাঁর নিজস্ব দৃষ্টিকোণ থেকে উঠে এসেছে এই উপন্যাসটিতে।
উল্লেখ্য, ২০২-০৫ হিলসাইড এভিন্যুতে হলিস লাইব্রেীটি অবস্থিত। সেখান থেকে বইটিও সংগ্রহ করা যাবে। উৎসাহী সকলকে অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানান যাচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি।