বিশ্বকাপ ফুটবল-২০১৮ : লুকাকু-হ্যাজাডের জোড়া গোলে শেষ ষোলতে বেলজিয়াম ॥ তিউনিশিয়ার বিদায়
- প্রকাশের সময় : ১১:৩১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮
- / ৯৭৪ বার পঠিত
হককথা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে শনিবারের (২৩ জুন) প্রথম খেলায় ইডেন হ্যাজার্ড ও রোমেলু লুকাকুর জোড়া গোলে নিজেদের শেষ ষোলতে খেলা নিশ্চিত করল বেলজিয়াম। ২ খেলায় ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দলটি এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে। আর এই পর্যন্ত খেলা একটিমাত্র ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের রানার্সআপ ইংল্যান্ড। শনিবার আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে তিউনিশিয়াকে ৫-২ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বেলজিয়াম। দুই বার গোলপোস্টে লেগে বল ফিরে না আসলে এবং বেশ কিছু গোলের সুবর্ণ সুযোগ মিস না করলে এবারের বিশ্বকাপে প্রতিপক্ষের জালে সর্বোচ্চ বল পাঠানোর রেকর্ড গড়তো বেলজিয়াম। এদিকে পর পর দুই ম্যাচ হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেল তিউনিশিয়া।
শনিবার স্পার্তাক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণ করতে থাকে বেলজিয়াম। ম্যাচের শুরুতেই অর্থাৎ মাত্র ৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইডেন হ্যাজার্ড। তিউনিসিয়ার ডিফেন্ডার ডি-বক্সের ভেতর তাকে অবৈধ ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারী। পরে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিতে বিন্দুমাত্র ভুল করেননি এই চেলসির ফরোয়ার্ড হ্যাজার্ড।
এর পর ম্যাচের ১৬ মিনিডে ব্যবধান দ্বিগুন করেন রোমেলু লুকাকু। তবে ১৮ মিনিটে ১টি গোল শোধ করেন তিউনিসিয়ার দাইলান ব্রন। খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান আরও বাড়ান লুকাকু। বিশ্বকাপে এটি লুকাকুর চতুর্থ গোল। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ৫১ মিনিটে আবারও গোল করেন হ্যাজাড। এর পর খেলার ৯০ মিনিটে শেষ গোলটি করেন বদলি খেলোয়াড় মাইচি বেটশাওই। তবে ইনজুরি টাইমের শেষ মিনিটে গোল করে ব্যবধান কমান ওয়াহবি খাজরি। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ল বেলজিয়াম।
উল্লেখ্য, গত সোমবার (১৮ জুন) নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে বেলজিয়ামের ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন লুকাকু। শনিবার দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষেও করেছেন দুই গোল। পর্তুগালের রোনালদোর সমান ৪ গোল নিয়ে এবারের বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন লুকাকু।