বিজ্ঞাপন :
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা সামাদ আজাদের বাসায় অগ্নিকান্ড ॥ একজনের লাশ উদ্ধার
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮
- / ৬৫৫ বার পঠিত
হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের এলমহার্স্টের বাসায় অগ্নিকান্ডের ঘটনায় পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ৩৯ বছর। শুক্রবার ভোর ৫টার দিকে নিউইয়র্ক সিটির কুইন্স বরো এলসহার্স্টের ৪০-৪৬ কেস স্ট্রীট ঠিকানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশ বাসাটি ঘেরাও করে রেখেছে।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান অগ্নিকান্ডের খোঁজ নিতে শনিবার এই রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে ১০টা ) আব্দুস সামাদ আজাদের বাসায় অবস্থান করছেন বলে জানিয়েছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে আব্দুস সামাদ আজাদের মোবাইলের ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)


















