যুক্তরাষ্ট্র আ.লীগ নেতা আবুল কাশেমের পিতৃবিয়োগ

- প্রকাশের সময় : ১২:০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
- / ১৪২০ বার পঠিত
নিউইয়র্ক: বিশিষ্ট রাজনীতিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি আবুল কাশেমের পিতা আলহাজ আবু বকর সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৯৫ বছর। ১ জানুয়ারী সোমবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। উল্লেখ্য আবুল কাশেমের গ্রামের বাড়ী চট্টগ্রামের সন্দ্বীপ। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের পিতা আলহাজ আবু বকর সিদ্দিকীর ইন্তেকালে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং দলের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। দলের পক্ষ থেকে তারা মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা সহ তার পরিবারের সকল সদস্যকে শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া কামনা করেন।