কমিউনিটি নেতা এম এ কাইয়্যুম হাসপাতালে

- প্রকাশের সময় : ১০:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
- / ৬০৩ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক’র ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য এবং বৃহত্তর সিলেট প্রবাসীদের সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি এম এ কাইয়্যুম হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাঁকে এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই কর্তব্যরত চিকিৎসকগণ তার পরীক্ষা-নিরীক্ষা আর পর্যবেক্ষণে রাখছেন।
জানা গেছে, নিউইয়র্কের সুপ্রতিষ্ঠিত এসএন এস একাউন্টিংয়ের স্বত্ত্বাধিকারী ও কমিউনিটির পরিচিত মুখ এম এ কাইয়্যুম স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তার শরীরের ডানপাশ অবশ হয়ে গেছে। তার অসুস্থতার খবর শুনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তার শুভানুধ্যায়ীরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, টাইম টেলিভিশন-এর অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু সহ বিয়াবাজার সমিতির সাবেক সভাপতি সামসুদ্দীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সাইফুল ইসলাম রহীম, বিশিষ্ট রিয়েল এস্ট ব্যবসায়ী মইনুল ইসলাম প্রমুখ তাকে দেখতে হাসপাতালে যান। এসময় হাসপাতালে উপস্থিত তার পরিবারের সদস্যরা কমিউনিটির প্রিয় মানুষটির আশু রোগমুক্তি কামনায় প্রবাসীদের কাছে দোয়া কামনা করেন।