কতিপয় গর্ধভ ছাত্রলীগ নেতার কারণে জাসদের সৃষ্টি হয়

- প্রকাশের সময় : ০৬:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
- / ৪৮৭ বার পঠিত
সাখাওয়াত হোসেন সেলিম: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, কতিপয় গর্ধভ ছাত্রলীগ নেতার কারণে জাসদের সৃষ্টি হয়। জাসদ সৃষ্টি না হলে বঙ্গবন্ধুর এভাবে মৃত্যু হতো না। বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরী করেছিল জাসদ। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতো।
জাসদ (ইন)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৯৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান এবং সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র জাসদ। জ্যাকসন হাইটসের মামুন’স টিউটোরিয়ালে গত ৫ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ ও আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, প্রবীণ জাসদ নেতা এডভোকেট মুজিবুর রহমান, শামসুল আনোয়ার মুকুল ও আওয়ামী লীগ নেতা খান শওকত।
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, জাসদ নেতা আজিজুর রহমান বুরহান, জ্যুতির্ময় দত্ত নিশু, আবুল ফজল লিটন, ফায়েক আহমেদ, শাহিনূর কোরেশি, শওকত ওসমান হিরু, শরিফুল হক মঞ্জু, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা হুমায়ুন চৌধুরী, নান্টু মিয়া, জাপা নেতা ইঞ্জিনিয়ার মহসীন প্রমুখ।
অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান বলেন, তখনকার জাসদ-এর ভুল সিদ্ধান্তের জন্য বঙ্গবন্ধুসহ অনেক মেধাবী ছাত্র নেতাকে হারাতে হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাসদ ‘বাংলাদেশের বিস্ময়কর উন্নতিতে ভূমিকা’ রাখছে। বাংলাদেশ ইতোমধ্যে নি¤œমধ্যম আয়ের দেশে রূপান্তরীত হয়েছে। আগামী ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ এ উন্নত দেশে পরিণত হবে।
বক্তারা বলেন, দেশে জঙ্গীবাদ, সন্ত্রাস দমন এবং বৈষম্য-দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জাসদ’র প্রয়োজন। অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম ও বৈষম্য দূর করার সংগ্রামে রয়েছে জাসদ’র অগ্রণী ভূমিকা। রাজাকারমুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গঠন করতে জাসদ-এর দরকার।