বিজ্ঞাপন :
টেক্সাসে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ২৭

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৪:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
- / ৯৫৩ বার পঠিত
নিউইয়র্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গির্জায় রোববার (৫ নভেম্বর) প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে অন্ত ২৭ জন নিহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি খবরটি জানায়। গুলিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে একজন পুলিশ কমিশনার সহ অন্তত ২৭ জন নিহতের কথা নিশ্চিত করা হয়েছে। টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ হামলা হয় বলে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।
এফবিআই’র সান আন্টোনিও শাখা এ ঘটনায় তাদের কর্মীদের মোতায়েন করার কথা জানিয়েছে । তারা বলেছে, বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
Tag :
Tx_27 die_05 Nov'2017