আদালতের রায়ে বিয়ানীবাজার সমিতির নির্বাচন স্থগিত

- প্রকাশের সময় : ০৪:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
- / ৯৬৭ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজার উপজেলাবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএস’র আসন্ন নির্বাচন বন্ধের জন্য কুইন্স কাউন্টি কোর্টে ২৫ আগষ্ট শুক্রবার মামলা দায়ের হয়েছে। মামলায় সমিতির বর্তমান সভাপতি মাসুদুল হক ছানু, সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহেল ও কোষাধ্যক্ষ হালিম উদ্দিন এবং প্রধান নির্বাচন কমিশনার আব্দুস শহীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন বিয়ানীবাজার সমিতির সদস্য আবুল হোসেন ও আব্দুল মান্নান। মামলার ইনডেক্স নম্বর ৮৬৮৭/২০১৭.
আদালতে প্রদত্ত নথিপত্র সূত্রে জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর সমিতির নির্ধারিত নির্বাচনের জন্য গত ৩০ জালাই ছিলো ভোটার গ্রহণের শেষ দিন। কিন্তু ভোটার গ্রহণের শেষ দিনে কতিপয় সদস্যের ভোটার ফরম গ্রহণ করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে সদস্যপদ বাবদ চাঁদা গ্রহণ করা হয়নি। উপরোন্ত গত ২২ আগষ্ট প্রকাশিত ভোটার তালিকায় প্রায় ১২শ ভোটারের নামও অন্তর্ভূক্ত করা হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে বাদীগণ নির্বাচন বন্ধের দাবীতে আদালতের স্মরণরাপন্ন হন। এদিকে বিয়ানীবাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিশন আদালতের কপি পেয়েছেন বলে জানা গেছে।
এদিকে সংগঠনের উদ্বুত পরিস্থিতি নিয়ে সমিতির নেতৃবৃন্দ ২৭ আগষ্ট রোববার সন্ধ্যায় এক জরুরী সভায় মিলিত হন। সভায় নির্বাচনকে কেন্দ্র করে মামলা দায়েরের ঘটনা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং গঠনতান্ত্রিকভাবে সমিতির কার্যক্রম পরিচালনা এবং আইনানুগভাবে মামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
অপরদিকে মামলার অন্যতম বাদী আবুল হোসেন বলেন, বিয়ানীবাজার সমিতি প্রবাসী সকল বিয়ানীববাজারবাসীদের প্রাণের সংগঠন। সংগঠনের বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য বা কথা নেই। আমরা সমিতির গঠনতন্ত্র মেনে চলতে চাই। তিনি বলেন, সমিতির নির্বাচন ঘিরে ভোটার হওয়ার শেষ দিনে আমাদের ৩০০ ভোটারকে রেজিষ্ট্রেশন করতে দেয়া হয়নি। যা অগঠনতান্ত্রিক। আমরা এই অগঠনতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।
সমিতির জরুরী সভা অনুষ্ঠিত: এদিকে সমিতির সভাপতি মাসুদুল হক সানু ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান (রুহেল) প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: ২৭ আগস্ট ২০১৭ রোববার বিকাল ৬ ঘটিকার সময় বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএ ইনক-এর কার্যকরী পরিষদের জরুরী সভা বিয়ানীবাজার সমিতির ভবনে অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাসুদুল হক ছানু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান (রুহেল)। কার্যকরী পরিষদের জরুরী সভায় নি¤œলিখিত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
১. সমিতির আসন্ন নির্বাচন: মহামান্য আদালত কর্তৃক আবুল হোসেন ও মো: আব্দুল মান্নানের মামলার পরিপ্রেক্ষিতে সাময়িক নির্বাচন বন্ধের যে আদেশ দেওয়া হয়েছে সেই মামলা ও আদেশের উপর ব্যাপক আলোচনা হয়। গঠনতান্ত্রিকভাবে সমিতির কার্যক্রম পরিচালনা এবং আইনানুগভাবে মামলার চুড়ান্ত নিষ্পত্তি কল্পে ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কার্যকরী পরিষদের সকল সদস্য ঐক্যমত হন। মামলার চুড়ান্ত নিষ্পত্তি আইনানুগভাবে তরান্নিত, সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা গ্রহণ কল্পে মাসুদুল হক ছানু সভাপতি এবং মুহিবুর রহমান (রুহেল) সাধারণ সম্পাদকে কার্যকরী পরিষদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়। ২. দ্রুত সম্ভব কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদের সাথে যৌথ সভার আহ্বান করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। ৩. সমিতির ভিতরে ও বাইরে সমিতির বিভিন্ন কার্যবিবরণী ও অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সমিতির সকল সদস্য-সদস্যাদেরকে কার্যকরী পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহবান জানানো হচ্ছে।
সভায় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ হেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেন, সাহিত্য সাংস্কৃতিক সম্পদক আব্দুল কাদির, দপ্তর সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক মো: জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য আহম্মদ মোস্তফা বাবুল, নুরুল ইসলাম ও বাহার উদ্দিন।
নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তি: অপরদিকে বিয়ানীবাজার সমিতির নির্বাচন কশিমন প্রেরীত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সকল ভোটার ও বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের সদয় অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে, সমিতির সম্মানিত দুইজন সদস্যের আদালতে কার্যকরী কমিটির উপর কিছু অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত নির্বাচনী সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করেছেন। মাননীয় আদালতের নির্দেশ নামা ২৫ আগষ্ট’২০১৭ ইং বিকাল ৬টার সময় নির্বাচন কমিশনের হস্তগত হয়। তাই স্বল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন আপনাদের সবাইকে অবগত করাতে না পারায় নির্বাচন কমিশন অত্যন্ত দুঃখিত। মাননীয় আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাংলাদেশ বিয়ানী বাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচনী সকল কার্যক্রম স্থগিত করা হলো।