যুক্তরাষ্ট্র আ.লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর অপেক্ষায়
- প্রকাশের সময় : ১১:০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
- / ৭৬২ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপেক্ষায় প্রহণ গুণছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বর মাসে নিউআয়র্ক সফরে আসছেন। তাই দলীয় নেতা-কর্মীদের দৃষ্টি এখন সেপ্টেম্বর।
দলীয় সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন নিয়ে ইতিপূর্বে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভেদ-বিভক্তি দেখা দিলেও আপাতত: সেই বিভেদ-বিভক্তি দূর হয়েছে। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপের সম্প্রতিক নিউইয়র্ক সফরের সময় এই বিভেদ দূর করে দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের মধ্যকার সমস্যা সমাধানেরও উদ্যোগ নেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরাও চাই ঐক্যবদ্ধ থাকতে। কিন্তু এজন্য অবশ্যই সকলকে দলীয় গঠনতন্ত্র মেনে চলতে হবে। তারা বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। বছরের পর বছর একই কমিটি বহাল থাকার কোন কারণ নেই। আমরা চাই কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি। তাই দলীয় সভানেত্রীর আগমের অপেক্ষায় আছি। আশা করচি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী নিউইয়র্ক সফলকালীন সময়ে নতুন কমিটি উপহার দেবেন।
এদিকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাদিক নেতা স্ব স্ব এলাকায় গণ সংযোগ শুরু করেছেন। মনোনয়ন পেতে লবিং করছেন কেন্দ্রে। বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। তারা দেশে গিয়ে বা প্রবাসে থেকেও গণ সংযোগ অব্যাহত রাখছেন। ড. সিদ্দিকুর রহমান ও নিজাম চৌধুরী নিজ নিজ এলাকায় অবস্থান করে ইতিমধ্যেই বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। (বাংলা পত্রিকা)