২০১৯ সালের নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ
- প্রকাশের সময় : ০২:৫২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭
- / ১০৪৩ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার কর্মী সভায় ২০১৯ সালে অনুষ্ঠিতব্য দেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সর্বাত্বক সহযোগিতার পাশাপাশি নিউইয়র্কে যুবলীগের আন্ত: ষ্টেট মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সম্মেলনের মাধ্যমে অবিলম্বে যুক্তরাষ্ট্র যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উপরও গুরুত্বারোপ করেন যুবলীগ নেতা কর্মীরা। সিটির জ্যাকসন হাইটসস্থ মামুন টিউটোরিয়াল মিলনায়তনে ৭ মে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সংগঠনের কর্মী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন যুক্তরষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ফরিদ আলম। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: সেবুল মিয়া। খবর ইউএনএ’র।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমেদ চৌধুরী, রিন্টু লাল দাস ও হেলিম উদ্দিন, সদস্য নূরুল ইসলাম, জামাল আহমদ, শাহ সেলিম, মনির উদ্দিন, শাহীন কামালী, রেজা আব্দুল্লাহ স্বপন, জাকির হোসেন, আজাদুল কবীর, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রŸিউল ইসলাম, সহ সভাপতি নূর হোসেন ফরহাদ ও অলি চৌধুরী, সাধরণ সম্পাদক সোয়েব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও মো: খালেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, প্রচার সম্পাদক মিশু খান, ক্রীড়া সম্পাদক সাবলু, নিউইয়র্ক সিটি যুবলীগের সভাপতি হোসেন মো: টিপু, সহ সভাপতি নাজমুল হোসেন ও মামুন হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, ব্রঙ্কস বরো যুবলীগের সভাপতি শিপু চৌধুরী ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান, ম্যানহাটান যুবলীগের সভাপতি আজাদুল কবীর ও সাধারণ সম্পাদক দীন ইসলাম প্রমুখ।
যুবলীগের কর্মী সভায় মিসবাহ আহমেদ ও মো: ফরিদ আলম সকল ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধ থেকে যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, আগামী ২০১৯ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ আওয়ামী প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ ও দলের অন্যান্য সংগঠনগুলোর পাশাপাশি যুবলীগকেও আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বক্তারা বলেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছাড়া অন্য কোন পথ নেই। কেননা, আওয়ামী লীগ জনগণের দল এবং গণতন্ত্রে বিশ্বাসী দেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী গৌরববাহী দল। তাই আওয়ামী লীগের প্রতি দেশ ও জনগণের অধিকার সহ চাওয়া-পাওয়ার শেষ নেই। যুক্তরাষ্ট্র যুবলীগ মনে করে দল, দেশ ও জনগণের প্রয়োজনে আগামী নির্বাচনে দেশের ন্যায় প্রবাসের যুবলীগ নেতা-কর্মীদের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে।
সভায় কোন কোন বক্তা গত বছর ফ্লোরিডাতে অনুষ্ঠিত প্রথম আন্ত: ষ্টেট মহাসমাবেশের প্রশংসা করে বলেন, ঐ মহাসমাবেশ প্রবাসের যুবলীগ নেতা-কর্মীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এবছর নিউইয়র্কে বৃহৎ পরিসরে যুবলীগের আন্ত: ষ্টেট মহাসমাবেশ হলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী যুবলীগের নেতা-কর্মীরা উৎসাহিত হবেন এবং সংগঠনের ঐক্য সুদূঢ় হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি এই মহাসমাবেশ আগামী নির্বাচনের জন্য একটি মাইল ফলক হিসেবে ভূমিকার রাখার পথ প্রশস্ত করবে। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী জুলাই মাসের সুবিধাজনক সময়ে নিউইয়র্কে আন্ত: ষ্টেট মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।