প্রবাসীদের অধিকার রক্ষায় নিউইয়র্কে এইচআরপিবি’র সম্মেলন

- প্রকাশের সময় : ০১:২৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
- / ৬৪৪ বার পঠিত
নিউইয়র্ক: প্রবাসীদের অধিকার রক্ষায় নিউইয়র্কএ অনুষ্ঠিত হলো হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর সম্মেলন। সম্মেলনে বক্তারা বাংলাদেশে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রবাসীদের অধিকার বিষয় আলোচনা করেন। সিটির জ্যাকসন হাইটসস্থ বেলোজিনো হলে গত ৩০ এপ্রিল রোববার অপরাহ্নে আয়োজিত এইচআরপিবি সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মাদ আলী বাবুল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এইচআরপিবি’র কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরশেদ এবং বিশেষ অতিথি এটর্নী অশোক কর্মকার। সভায় বক্তব্য রাখেন আবুল কাশেম রাজু, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট সামসুদ্দোহা, অ্যাডভোকেট জাকির এইচ মিয়া, এটর্নী হাসান, অ্যাডভোকেট পরনা ইয়াসমিন প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন এইচআরপিবি নিউইয়র্ক শাখার অ্যাডভোকেট আব্দুর রশিদ। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক: এইচআরপিবি’র নিউইয়র্ক সম্মেলনে বক্তব্য রাখছেন এটর্নী হাসান। ছবি: ইউএনএ
সম্মেলনে মনজিল মুরশেদ বলেন, বাংলাদেশে প্রবাসীদের একটি বড় ধরনের ভুমিকা থাকলেও বর্তমানে বাংলাদেশে প্রবাসীরা ভ্রমণে গেলে বিভিন্ন ক্ষেত্রে হয়রানী ও অধিকার লঙ্ঘনের শিকার হন। যার কারণে দেশের প্রতি তাদের মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছে। খুব দ্রুত প্রবাসীদের অধিকার সংরক্ষণের মাধ্যমে এর সমাধান না করলে বাংলাদেশ পিছিয়ে যাবে। তিনি সরকারের প্রতি সকল প্রবাসীদের বিশেষ প্রজেক্টের মাধ্যমে আইডি কার্ড সরবরাহ এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে অধিকার প্রদান পূর্বক ডিজিটাল পদ্ধতিতে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাদের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি এবং সরকারের নাগরিক আইনের পরিবর্তনের বিষয়ে প্রবাসীদের স্বার্থ রক্ষার আহবান জানান।
এটর্নী অশোক কর্মকার বলেন, দেশপ্রেম নিয়ে কোন পরীক্ষার প্রশ্ন অবান্তর বরং বাংলাদেশে যারা প্রশাসনে ঘুষ নেন তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ঐক্যের কোন বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট বাবুল প্রবাসীদের অধিকার রক্ষায় এইচআরপিবি’র লিগ্যাল সার্ভিস-এর মাধ্যমে বাংলাদেশে প্রবাসীদের অধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে মোহাম্মাদ আলী বাবুলকে সভাপতি, আবুল কাসেম রাজুকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আব্দুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
সম্মেলনে এইচআরপিবি’র নিউইয়র্ক শাখার উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন: এটর্নী অশোক কুমার কর্মকার, অ্যাডভোকেট শামসুদ্দোহা, অ্যাডভোকেট মুজিবুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, গাজী শামসুদ্দিন ও সহিদুজ্জামান।
নিউইয়র্ক: এইচআরপিবি’র নিউইয়র্ক সম্মেলনে উপস্থিত প্রবাসীদের একাংশ। ছবি: ইউএনএ