নিউইয়র্ক ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • / ৫১ বার পঠিত

যুক্তরাজ্য গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এসময়ে নতুন করে ১ লাখ ৬ হাজার ১২২ জনের করোনা শনাক্ত হয়। গতকাল বুধবার (২২ ডিসেম্বর) সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।

করোনার নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো ব্রিটেনে কোভিড-১৯ রোগে দৈনিক সংক্রমণ লাখ ছাড়ালো।

এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছিল ১৭ ডিসেম্বর। ওই দিন ৯৩ হাজার ৪৫ জন শনাক্ত হন।

গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) পর্যন্ত দেশটির হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৮ হাজার করোনা রোগী। ২২ নভেম্বরের পর এটিই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এক সপ্তাহ আগে এই সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পায়।

করোনা মহামারিতে ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে এ মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জন প্রাণ হারিয়েছে এবং ১১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে ব্রিটেন সরকার জনগণকে তৃতীয় ডোজ ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছে এবং এ পর্যন্ত দেশটির তিন কোটিরও বেশি মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, বড়দিনের আগে ইংল্যান্ডে কোনও নতুন বিধিনিষেধ জারি করা হবে না। তবে মঙ্গলবার ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বড়দিনের উৎসবে নতুন বিধিনিষেধ জারির বিষয়টি তিনি একেবারে উড়িয়েও দেননি। -এএফপি

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড

প্রকাশের সময় : ০৫:৩৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

যুক্তরাজ্য গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এসময়ে নতুন করে ১ লাখ ৬ হাজার ১২২ জনের করোনা শনাক্ত হয়। গতকাল বুধবার (২২ ডিসেম্বর) সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।

করোনার নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো ব্রিটেনে কোভিড-১৯ রোগে দৈনিক সংক্রমণ লাখ ছাড়ালো।

এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছিল ১৭ ডিসেম্বর। ওই দিন ৯৩ হাজার ৪৫ জন শনাক্ত হন।

গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) পর্যন্ত দেশটির হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৮ হাজার করোনা রোগী। ২২ নভেম্বরের পর এটিই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এক সপ্তাহ আগে এই সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পায়।

করোনা মহামারিতে ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে এ মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জন প্রাণ হারিয়েছে এবং ১১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে ব্রিটেন সরকার জনগণকে তৃতীয় ডোজ ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছে এবং এ পর্যন্ত দেশটির তিন কোটিরও বেশি মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, বড়দিনের আগে ইংল্যান্ডে কোনও নতুন বিধিনিষেধ জারি করা হবে না। তবে মঙ্গলবার ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বড়দিনের উৎসবে নতুন বিধিনিষেধ জারির বিষয়টি তিনি একেবারে উড়িয়েও দেননি। -এএফপি