নিউইয়র্ক ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মার্চে ওমিক্রনের ভ্যাকসিন বাজারে ছাড়বে ফাইজার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • / ১০৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকে আশা করছে, আগামী মাসের মধ্যে তারা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের টিকা বাজারে ছাড়বে।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা গতকাল সোমবার (১০ জানুয়ারি) এ কথা জানিয়েছেন।

তিনি সিএনবিসি টেলিভিশনকে বলেন, সরকারের সদৃচ্ছার কারণে ইতিমধ্যে ওমিক্রনের টিকা তৈরি শুরু করেছে। ওমিক্রন ভ্যারিয়েন্টসহ বিপুল সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কর্তৃপক্ষ ওমিক্রন আক্রান্তদের মাঝে টিকা প্রয়োগ করে ‘সাফল্যের’ দাবি করছে।

তিনি আরও বলেন, আগামী মার্চে এই ভ্যাকসিন প্রস্তুত ও বাজারজাত করা হবে। আমাদের এই ভ্যাকসিন প্রয়োজন হবে কি-না, তা আমি জানি না। আমি জানি না কীভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

আলবার্ট বলেন, ওমিক্রনে আক্রান্ত গুরুতর অসুস্থ লোকদের সুরক্ষায় দুই ধরনের ভ্যাকসিনের বুস্টার ডোজসহ ‘পর্যাপ্ত’ মজুত রয়েছে।

সিএনবিসির সঙ্গে সোমবার পৃথক এক সাক্ষাৎকারে মর্ডানার সিইও স্টিফেন বানচেল বলেছেন, কোম্পানি ওমিক্রনসহ ২০২২ সালের মধ্যে করোনার অন্য কোনও ভ্যারিয়েন্ট দেখা দিলে তা মোকাবেলা করার জন্য বুস্টার ডোজ তৈরি করছে।

ওমিক্রন ইতিমধ্যে ১০০টির বেশি দেশে ছড়িয়েছে। আফ্রিকায় এ ধরন প্রথম শনাক্ত হয়। এ নিয়ে বেশ কিছু গবেষণা প্রকাশ করা হয়েছে। এসব গবেষণায় দেখা গেছে, ডেলটা ও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ। এছাড়া আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা ওমিক্রনের রয়েছে। -এএফপি

হককথা / এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মার্চে ওমিক্রনের ভ্যাকসিন বাজারে ছাড়বে ফাইজার

প্রকাশের সময় : ০৫:০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকে আশা করছে, আগামী মাসের মধ্যে তারা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের টিকা বাজারে ছাড়বে।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা গতকাল সোমবার (১০ জানুয়ারি) এ কথা জানিয়েছেন।

তিনি সিএনবিসি টেলিভিশনকে বলেন, সরকারের সদৃচ্ছার কারণে ইতিমধ্যে ওমিক্রনের টিকা তৈরি শুরু করেছে। ওমিক্রন ভ্যারিয়েন্টসহ বিপুল সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কর্তৃপক্ষ ওমিক্রন আক্রান্তদের মাঝে টিকা প্রয়োগ করে ‘সাফল্যের’ দাবি করছে।

তিনি আরও বলেন, আগামী মার্চে এই ভ্যাকসিন প্রস্তুত ও বাজারজাত করা হবে। আমাদের এই ভ্যাকসিন প্রয়োজন হবে কি-না, তা আমি জানি না। আমি জানি না কীভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

আলবার্ট বলেন, ওমিক্রনে আক্রান্ত গুরুতর অসুস্থ লোকদের সুরক্ষায় দুই ধরনের ভ্যাকসিনের বুস্টার ডোজসহ ‘পর্যাপ্ত’ মজুত রয়েছে।

সিএনবিসির সঙ্গে সোমবার পৃথক এক সাক্ষাৎকারে মর্ডানার সিইও স্টিফেন বানচেল বলেছেন, কোম্পানি ওমিক্রনসহ ২০২২ সালের মধ্যে করোনার অন্য কোনও ভ্যারিয়েন্ট দেখা দিলে তা মোকাবেলা করার জন্য বুস্টার ডোজ তৈরি করছে।

ওমিক্রন ইতিমধ্যে ১০০টির বেশি দেশে ছড়িয়েছে। আফ্রিকায় এ ধরন প্রথম শনাক্ত হয়। এ নিয়ে বেশ কিছু গবেষণা প্রকাশ করা হয়েছে। এসব গবেষণায় দেখা গেছে, ডেলটা ও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ। এছাড়া আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা ওমিক্রনের রয়েছে। -এএফপি

হককথা / এমউএ