নিউইয়র্ক ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভারতে দৈনিক সংক্রমণ এক লাফে প্রায় ৯১ হাজার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • / ৪৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ পুরোদস্তুর যে আঘাত হেনেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। করোনার নতুন ধরন ওমিক্রনের সুনামিতে একদিনেই শনাক্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জন নতুন রোগী। আর সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৭০ হাজারেরও বেশি।খবর সাম্প্রতিক দেশকাল

বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশে দ্রুত ডেল্টার মতো গতিতে সংক্রমণ ছড়াবে ওমিক্রন। সেক্ষেত্রে আরও বাড়বে সংক্রমণের গতি। চলতি মাসের শেষেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের মতো হয়ে যেতে পারে।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জন। যা আগের দিনের দেড়গুণেরও বেশি। পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৬.৪৩ শতাংশ। এটাও আগের দিনের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি।

দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাড়ে তিন কোটির বেশি মানুষের।

এদিকে দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৭৯৭ জন। দিল্লিতে আক্রান্ত ৪৯৫ জন।

এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩২৫ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা চার লাখ ৮২ হাজার ৮৭৬ জন।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৪৮ কোটি ৬৭ লাখের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও।

করোনার ডেল্টা ধরনের দাপটে গতবছর মার্চ-এপ্রিল-মে মাসে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয় ১৩০ কোটি মানুষের দেশ ভারতকে। এর মধ্যে ৭ মে রেকর্ড ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়।

সেসময় দেশটির হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়ের মধ্যে ট্রলি আর হুইলচেয়ারে রেখেও রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় সঙ্কট তীব্র হয়ে ওঠে; দিল্লিসহ ভারতের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে অনেকের মৃত্যুও হয়।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভারতে দৈনিক সংক্রমণ এক লাফে প্রায় ৯১ হাজার

প্রকাশের সময় : ০৫:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ পুরোদস্তুর যে আঘাত হেনেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। করোনার নতুন ধরন ওমিক্রনের সুনামিতে একদিনেই শনাক্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জন নতুন রোগী। আর সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৭০ হাজারেরও বেশি।খবর সাম্প্রতিক দেশকাল

বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশে দ্রুত ডেল্টার মতো গতিতে সংক্রমণ ছড়াবে ওমিক্রন। সেক্ষেত্রে আরও বাড়বে সংক্রমণের গতি। চলতি মাসের শেষেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের মতো হয়ে যেতে পারে।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জন। যা আগের দিনের দেড়গুণেরও বেশি। পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৬.৪৩ শতাংশ। এটাও আগের দিনের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি।

দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাড়ে তিন কোটির বেশি মানুষের।

এদিকে দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৭৯৭ জন। দিল্লিতে আক্রান্ত ৪৯৫ জন।

এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩২৫ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা চার লাখ ৮২ হাজার ৮৭৬ জন।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৪৮ কোটি ৬৭ লাখের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও।

করোনার ডেল্টা ধরনের দাপটে গতবছর মার্চ-এপ্রিল-মে মাসে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয় ১৩০ কোটি মানুষের দেশ ভারতকে। এর মধ্যে ৭ মে রেকর্ড ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়।

সেসময় দেশটির হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়ের মধ্যে ট্রলি আর হুইলচেয়ারে রেখেও রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় সঙ্কট তীব্র হয়ে ওঠে; দিল্লিসহ ভারতের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে অনেকের মৃত্যুও হয়।