নিউইয়র্ক ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘নবী রাসূলগণদের দেশ ফিলিস্তিনে’ প্রকাশিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭
  • / ১৬০৭ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী কমিউনিটির প্রবীণ শ্রদ্ধাভাজন আলেম ও ইসলামী চিন্তাবিদ ব্রুকলীনের বায়তুল জান্নাহ মসজিদের খতিব মাওলানা মুহিব্বুর রহমান সম্প্রতি ইসলামের প্রথম কিবলার পবিত্র ভূমি জেরুজালেম সফর করেছেন। নবী রাসূলদের স্মৃতিধন্য ও তাদের পদধূলিতে সমৃদ্ধ ইসলামের অন্যতম পবিত্র ভূখন্ড ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, আল-আকসা মসজিদ ও আল কুদস নগরী সফরের লালিত স্বপ্ন পূরণ করতে তিনি বয়সের বাধা অতিক্রম করে যুক্তরাষ্ট্র থেকে সুদূর পথে ধকল মাথা পেতে নিয়েছেন এবং এ স্বপ্ন সফল হওয়ায় তিনি মহান আল্লাহর দরগায় প্রণত হয়েছেন তার অসীম অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা জানাতে। তিনি যে নিজে ভ্রমণ করে পরিতৃপ্ত হয়েছেন তাই নয়, তার ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে এবং পূণ্যভূমি সফরে উদ্বুদ্ধকরতে তার ভক্ত অনুরক্তদের কাছে তা তুলে ধরেছেন গ্রন্থাকারে। তার এ অভিজ্ঞতার ভান্ডার সংকলিত হয়েছে ‘নবী রাসূলদের দেশ ফিলিস্তিনে’ নামক গ্রন্থে’।
ফিলিস্তিনে নবী ও রাসূলদের শত শত মাজার জিয়ারতের সুযোগ ক‘জন মুসলিমের ভাগ্যে ঘটে। পবিত্র মিরাজের রাতে সকল আম্বিয়ায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহর দিদার লাভকারী মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর ইমামতি করার মতো ঘটনা তিনি বিধৃত করেছেন তার গ্রন্থে। একই গ্রন্থে তিনি বাংলার পাশাপাশি ইংরেজিতেও বর্ণনা তুলে ধরেছেন, যাতে প্রবাসে নতুন প্রজন্ম, যারা বাংলা ভাষায় সচ্ছন্দ নন তারাও তার ভ্রমণ বৃত্তান্তের নিগূঢ় মর্ম সহজে অনুধাবন করতে পারেন। পাঠকরা গ্রন্থটি পাঠ করে অনেক অজানা তথ্য লাভ করবেন তাতে সন্দেহ নেই। গ্রন্থটি বাংলাদেশে প্রকাশিত হলেও নিউইয়র্ক ও নিউ জার্সীতে নির্দিষ্ট স্থানে পাওয়া যাবে। ব্রুকলীনের বায়তুল জান্নাহ মসজিদ, ম্যানহাটানের আস-সাফা মসজিদ, ওজোন পার্কের আল আমান মসজিদ, জ্যামাইকার দারুস সালাম মসজিদসহ বেশ কয়েকটি মসজিদের ইমাম সাহেবদের কাছে গ্রন্থটি পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় গ্রন্থের মূল্য ৫ ডলার, যুক্তরাজ্যে ৫ পাউন্ড। -প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

‘নবী রাসূলগণদের দেশ ফিলিস্তিনে’ প্রকাশিত

প্রকাশের সময় : ১০:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী কমিউনিটির প্রবীণ শ্রদ্ধাভাজন আলেম ও ইসলামী চিন্তাবিদ ব্রুকলীনের বায়তুল জান্নাহ মসজিদের খতিব মাওলানা মুহিব্বুর রহমান সম্প্রতি ইসলামের প্রথম কিবলার পবিত্র ভূমি জেরুজালেম সফর করেছেন। নবী রাসূলদের স্মৃতিধন্য ও তাদের পদধূলিতে সমৃদ্ধ ইসলামের অন্যতম পবিত্র ভূখন্ড ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, আল-আকসা মসজিদ ও আল কুদস নগরী সফরের লালিত স্বপ্ন পূরণ করতে তিনি বয়সের বাধা অতিক্রম করে যুক্তরাষ্ট্র থেকে সুদূর পথে ধকল মাথা পেতে নিয়েছেন এবং এ স্বপ্ন সফল হওয়ায় তিনি মহান আল্লাহর দরগায় প্রণত হয়েছেন তার অসীম অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা জানাতে। তিনি যে নিজে ভ্রমণ করে পরিতৃপ্ত হয়েছেন তাই নয়, তার ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে এবং পূণ্যভূমি সফরে উদ্বুদ্ধকরতে তার ভক্ত অনুরক্তদের কাছে তা তুলে ধরেছেন গ্রন্থাকারে। তার এ অভিজ্ঞতার ভান্ডার সংকলিত হয়েছে ‘নবী রাসূলদের দেশ ফিলিস্তিনে’ নামক গ্রন্থে’।
ফিলিস্তিনে নবী ও রাসূলদের শত শত মাজার জিয়ারতের সুযোগ ক‘জন মুসলিমের ভাগ্যে ঘটে। পবিত্র মিরাজের রাতে সকল আম্বিয়ায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহর দিদার লাভকারী মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর ইমামতি করার মতো ঘটনা তিনি বিধৃত করেছেন তার গ্রন্থে। একই গ্রন্থে তিনি বাংলার পাশাপাশি ইংরেজিতেও বর্ণনা তুলে ধরেছেন, যাতে প্রবাসে নতুন প্রজন্ম, যারা বাংলা ভাষায় সচ্ছন্দ নন তারাও তার ভ্রমণ বৃত্তান্তের নিগূঢ় মর্ম সহজে অনুধাবন করতে পারেন। পাঠকরা গ্রন্থটি পাঠ করে অনেক অজানা তথ্য লাভ করবেন তাতে সন্দেহ নেই। গ্রন্থটি বাংলাদেশে প্রকাশিত হলেও নিউইয়র্ক ও নিউ জার্সীতে নির্দিষ্ট স্থানে পাওয়া যাবে। ব্রুকলীনের বায়তুল জান্নাহ মসজিদ, ম্যানহাটানের আস-সাফা মসজিদ, ওজোন পার্কের আল আমান মসজিদ, জ্যামাইকার দারুস সালাম মসজিদসহ বেশ কয়েকটি মসজিদের ইমাম সাহেবদের কাছে গ্রন্থটি পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় গ্রন্থের মূল্য ৫ ডলার, যুক্তরাজ্যে ৫ পাউন্ড। -প্রেস বিজ্ঞপ্তি।