ওমিক্রন : বাংলাদেশে আরও ৩ রোগী শনাক্ত

- প্রকাশের সময় : ০৭:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ৮৭ বার পঠিত
ঢাকা ডেস্ক : বাংলাদেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের উদ্বেগজনক ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট সাতজনের ওমিক্রন শনাক্ত হলো।
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য মিলেছে।
তিন কোভিড রোগীর শরীর থেকে পাওয়া ভাইরাসের জিন বিন্যাস বিশ্লেষণ করে ওমিক্রন শনাক্তের বিষয়টি গতকাল রাতে জার্মানির জিআইএসএআইডি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এতে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত তিনজন রাজধানীর বনানী এলাকার বাসিন্দা। তাদের দুইজন নারী, একজন পুরুষ। নারীদের একজনের বয়স ৩০ বছর, আরেকজনের ৪৭। আর ওমিক্রন শনাক্ত পুরুষের বয়স ৮৪ বছর।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর ওই তিনজনের নমুনা সংগ্রহ করেছিল। ২৩ ডিসেম্বর তাদের নমুনা সংগ্রহের পর কোভিড শনাক্ত হয়। পরে জিনোম সিকোয়েন্স বের করে জানা যায়, করোনাভাইরাসের ওই ধরনটি ওমিক্রন।
এর আগে গত সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির ওমিক্রন শনাক্ত হওয়ার কথা জানায় জিআইএসএআইডি।
এছাড়া গত ৯ ডিসেম্বর জিম্বাবুয়েফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া যায়। তারা হাসপাতালেও ভর্তি হন। এখন উভয়ই সুস্থ আছেন।