বিজ্ঞাপন :
নতুন বই : ‘মাওলানা ভাসানীর রচনা’

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৬:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
- / ১৯৮১ বার পঠিত
ঢাকা: লোকাচারের লোকভূবনে ঘোরাঘুরির অভ্যাস খান মাহবুর এর। নিজ জেলা টাঙ্গাইলের পথপ্রান্তর মাড়িয়ে শেকড়ে অনুসন্ধান চালিয়ে সনাক্ত করেছেন অনেক উপকরণ। আগামী প্রজন্মের জন্য সংগ্রহ করেছেন লুপ্তপ্রায় লোকসংস্কৃতির নানা উপকরণ- এর মধ্যে সঙযাত্রা, লোকগীতি, যাত্রার ভিজ্যুয়াল সংস্করণ। তিনি সম্পাদনা করেছেন অসংখ গ্রন্থ। এর মধ্যে ‘মাওলানা ভাসানীর রচনা’ অন্যতম। এই গ্রন্থে ভাসানীর চিন্তাধারা, জীবন-জগতদৃষ্টি, জীবন, তাঁর দেশ-কাল ও ঐতিহাসিক ভূমিকা বুঝবার জন্য যেমন সহায়ক হবে তেমই সহায়ক হবে আমাদের দেশের ঘটনাবহুল বিংশ শতাব্দীর ইতিহাসকে বুঝবার জন্য। ‘মাওলানা ভাসানীর রচনা’ প্রকাশ করেছে পলল প্রকাশনী। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে তিনশত পঁচাত্তর টাকা। (বইনিউজ২৪.কম)