বিজ্ঞাপন :
একটি বটবৃক্ষ ও তার ছায়াতল

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১০:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ৯৩ বার পঠিত
একটি বটবৃক্ষ ও তার ছায়াতল
(মাওলানা ভাসানী শ্রদ্ধাষ্পদেষু )
তমিজ উদ্দীন লোদী
যেন জ্যোতির্ময় এক ঋষির মতো আপনার অবয়ব
অঙ্গুলি হেলনে কেঁপে উঠেছিল দশদিক
একটি জমাট ছ্য়াা যখন দানা বেঁধে ক্রমশ গাঢ় হচ্ছিল
তখন সূর্যের মতো জ্বলে উঠেছিলেন আপনি
আপনার সেই অনবদ্য ‘আসসালামু আলাইকুম’-এ দুলে উঠেছিল পূর্ব ও পশ্চিম ।
নি:স্ব বিপন্ন মানুষেরা জানতো আপনি বরাভয়
আপনি ‘লাল মওলানা’ থেকে রূপান্তরিত হয়েছিলেন ‘মজলুম জননেতা’য়
আমাদের সমূহ গøানির মধ্যে আপনি ছিলেন
আশ্বাসের উৎসারিত আলো
একের পর এক জানালাগুলো খুলে যাওয়ার আনন্দ।
জেনে গিয়েছিলো বি¯্রস্ত মানুষেরা
ক্ষরিত জীবন ও বৈষম্যপ্রবণ রাষ্ট্রের অবয়ব
জেনেছিল অন্তর্ঘাত ও অবিশ্বাসের নানারূপ
আর জেনেছিল একটি বটবৃক্ষ ও তার ছায়াতল।