নিউইয়র্ক ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাঠ্যবই থেকে বাদ সাকিব ও সালাউদ্দিন, স্থান পেয়েছেন রাণী হামিদ ও জামাল ভুঁইয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ৬০ বার পঠিত

নতুন পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান ও ফুটবলার কাজী সালাউদ্দিনের নাম ও ছবি। এছাড়া বাদ পড়েছে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম ও ছবি। তাদের জায়গায় নতুন বইয়ে যুক্ত হয়েছেন দাবার কিংবদন্তি রাণী হামিদ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম ও ছবি।

এদিকে ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থলে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করার প্রতিবাদে গতকাল রবিবার সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। এনসিটিবির কর্মকর্তারা বলেন, একদল শিক্ষার্থী সকালে ভবনের সামনে জড়ো হয়ে নবম শ্রেণির ব্যাকরণ বইয়ে আদিবাসী শব্দ ব্যবহার করার প্রতিবাদ জানান। এক পর্যায়ে তারা ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে এনসিটিবির কর্তৃপক্ষের বাধার মুখে এগোতে না পেরে গেটের সামনেই বসে পড়েন। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এনসিটিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীরা দাবি করেন, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ উঠিয়ে দিতে হবে। এর আগে এ শব্দটি তুলে দিয়ে ‘উপজাতি’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করাকে ভারতের চক্রান্ত বলে মনে করেন শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া হলে সব বই পুড়িয়ে দেওয়া হবে।

‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র কেন্দ্রীয় আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক জিয়া বলেন, নতুন বছরের স্কুল ও মাদ্রাসার নবম-দশম শ্রেণির ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ে ‘আদিবাসী’ শব্দ সংযোজন খুবই আপত্তিকর, অনাকাঙ্ক্ষিত, সংবিধানবিরাধী ও রাষ্ট্রদ্রোহী কাজ, যা বিচ্ছিন্নতাবাদের পথ সহজ করবে। এটা যারা করেছে সরকারকে একটি তদন্ত কমিটি করে তাদের অতিদ্রুত চিহ্নিত ও অপসারণ করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে।

পাঠ্যবইয়ে যেসব পরিবর্তন :সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও দাবার কিংবদন্তি রাণী হামিদের নাম ‘স্পোর্টস পারসোনালিটি’ অংশে অন্তর্ভুক্ত হয়েছে। বাদ পড়েছেন শচীন টেন্ডুলকার, সাকিব ও সালাউদ্দিনের নাম। ষষ্ঠ শ্রেণির তথ্যপ্রযুক্তির আগের বইয়ে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল। নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিকে মশাল বহনের ছবি ব্যবহার হয়েছে।

এদিকে পাঠ্য বইয়ের ‘আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস’ লেসনে লোকাল ফুটবল হিরো অ্যাখ্যা দিয়ে কাজী সালাউদ্দিনের নামে লেখা অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। সেখানে ‘আওয়ার উইনারস ইন গ্লোবাল এরানা’ নামে একটি লেসন যুক্ত হয়েছে, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে গোল্ডেন বয় অ্যাখ্যা দিয়ে লেখা সাকিবের তথ্যগুলোও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ‘সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠে সাকিব আল হাসানের টুইটার প্রোফাইলের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে।

কিছু ভুল সংশোধনের উদ্যোগ এনসিটিবির: ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে চব্বিশের গণআন্দোলনে শহিদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল লেখা হয়েছে। এছাড়া শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়েও রয়েছে অসম্পূর্ণ ও ভুল তথ্য। এসব সংশোধনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। সূত্র : দৈনিক ইত্তেফাক।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাঠ্যবই থেকে বাদ সাকিব ও সালাউদ্দিন, স্থান পেয়েছেন রাণী হামিদ ও জামাল ভুঁইয়া

প্রকাশের সময় : ০২:০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

নতুন পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান ও ফুটবলার কাজী সালাউদ্দিনের নাম ও ছবি। এছাড়া বাদ পড়েছে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম ও ছবি। তাদের জায়গায় নতুন বইয়ে যুক্ত হয়েছেন দাবার কিংবদন্তি রাণী হামিদ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম ও ছবি।

এদিকে ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থলে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করার প্রতিবাদে গতকাল রবিবার সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। এনসিটিবির কর্মকর্তারা বলেন, একদল শিক্ষার্থী সকালে ভবনের সামনে জড়ো হয়ে নবম শ্রেণির ব্যাকরণ বইয়ে আদিবাসী শব্দ ব্যবহার করার প্রতিবাদ জানান। এক পর্যায়ে তারা ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে এনসিটিবির কর্তৃপক্ষের বাধার মুখে এগোতে না পেরে গেটের সামনেই বসে পড়েন। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এনসিটিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীরা দাবি করেন, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ উঠিয়ে দিতে হবে। এর আগে এ শব্দটি তুলে দিয়ে ‘উপজাতি’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করাকে ভারতের চক্রান্ত বলে মনে করেন শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া হলে সব বই পুড়িয়ে দেওয়া হবে।

‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র কেন্দ্রীয় আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক জিয়া বলেন, নতুন বছরের স্কুল ও মাদ্রাসার নবম-দশম শ্রেণির ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ে ‘আদিবাসী’ শব্দ সংযোজন খুবই আপত্তিকর, অনাকাঙ্ক্ষিত, সংবিধানবিরাধী ও রাষ্ট্রদ্রোহী কাজ, যা বিচ্ছিন্নতাবাদের পথ সহজ করবে। এটা যারা করেছে সরকারকে একটি তদন্ত কমিটি করে তাদের অতিদ্রুত চিহ্নিত ও অপসারণ করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে।

পাঠ্যবইয়ে যেসব পরিবর্তন :সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও দাবার কিংবদন্তি রাণী হামিদের নাম ‘স্পোর্টস পারসোনালিটি’ অংশে অন্তর্ভুক্ত হয়েছে। বাদ পড়েছেন শচীন টেন্ডুলকার, সাকিব ও সালাউদ্দিনের নাম। ষষ্ঠ শ্রেণির তথ্যপ্রযুক্তির আগের বইয়ে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল। নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিকে মশাল বহনের ছবি ব্যবহার হয়েছে।

এদিকে পাঠ্য বইয়ের ‘আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস’ লেসনে লোকাল ফুটবল হিরো অ্যাখ্যা দিয়ে কাজী সালাউদ্দিনের নামে লেখা অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। সেখানে ‘আওয়ার উইনারস ইন গ্লোবাল এরানা’ নামে একটি লেসন যুক্ত হয়েছে, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে গোল্ডেন বয় অ্যাখ্যা দিয়ে লেখা সাকিবের তথ্যগুলোও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ‘সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠে সাকিব আল হাসানের টুইটার প্রোফাইলের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে।

কিছু ভুল সংশোধনের উদ্যোগ এনসিটিবির: ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে চব্বিশের গণআন্দোলনে শহিদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল লেখা হয়েছে। এছাড়া শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়েও রয়েছে অসম্পূর্ণ ও ভুল তথ্য। এসব সংশোধনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। সূত্র : দৈনিক ইত্তেফাক।