নিউইয়র্ক ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রেল লাইনে আগুন জ্বালিয়ে রাবি শিক্ষার্থীদের অবরোধ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:১৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ৪৩ বার পঠিত

আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ ডেস্ক : সংঘর্ষের ঘটনায় এবার রেল লাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী বিক্ষোভ করছেন। রবিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে রেল লাইনে আগুন ধরান আন্দোলনরত শিক্ষার্থীরা।
পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার বলেন, ‘শিক্ষার্থীদের দেওয়া আগুনের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পেলে ট্রেন যোগাযোগ আবারও চালু করা হবে। এখন পর্যন্ত চারটি ট্রেন আটকা পড়েছে। অনেক ট্রেন ছেড়ে যেতে পারছে না। যাত্রীরা চাইলে ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।’


সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন ব্যানার এনে রেললাইন দুই পাশে আগুন জালিয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের তৈরি করা বিশাল আকৃতির ময়ূর এনে সেখানে আগুন জ্বালাতে দেখা যায়। প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। আমাদের শতাধিক ভাই আহত হয়ে মেডিকেল ভর্তি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রক্টরের পদ কেন রাখা হয়েছে। পুলিশকে গুলি করার হুকুম কে দিয়েছে?’

আরোও পড়ুন । ৪০টি দেশের ১৩০০ প্রতিনিধির ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা

এর আগে, গতকাল শনিবার মধ্যরাত পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকটি দোকান, মোটর সাইকেল ও একটি পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে।

সংঘর্ষে স্থানীয়দের ইটের আঘাত ও পুলিশের গুলিতে আহত হয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। এদের মধ্যে এক শিক্ষার্থীকে আইসিইউতে নেয়া হয়েছে। আজ রবিবার এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে। একপর্যায়ে তারা উপাচার্য গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করে। সূত্র : জনকন্ঠ

সাথী /হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রেল লাইনে আগুন জ্বালিয়ে রাবি শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশের সময় : ০২:১৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

বাংলাদেশ ডেস্ক : সংঘর্ষের ঘটনায় এবার রেল লাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী বিক্ষোভ করছেন। রবিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে রেল লাইনে আগুন ধরান আন্দোলনরত শিক্ষার্থীরা।
পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার বলেন, ‘শিক্ষার্থীদের দেওয়া আগুনের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পেলে ট্রেন যোগাযোগ আবারও চালু করা হবে। এখন পর্যন্ত চারটি ট্রেন আটকা পড়েছে। অনেক ট্রেন ছেড়ে যেতে পারছে না। যাত্রীরা চাইলে ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।’


সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন ব্যানার এনে রেললাইন দুই পাশে আগুন জালিয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের তৈরি করা বিশাল আকৃতির ময়ূর এনে সেখানে আগুন জ্বালাতে দেখা যায়। প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। আমাদের শতাধিক ভাই আহত হয়ে মেডিকেল ভর্তি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রক্টরের পদ কেন রাখা হয়েছে। পুলিশকে গুলি করার হুকুম কে দিয়েছে?’

আরোও পড়ুন । ৪০টি দেশের ১৩০০ প্রতিনিধির ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা

এর আগে, গতকাল শনিবার মধ্যরাত পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকটি দোকান, মোটর সাইকেল ও একটি পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে।

সংঘর্ষে স্থানীয়দের ইটের আঘাত ও পুলিশের গুলিতে আহত হয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। এদের মধ্যে এক শিক্ষার্থীকে আইসিইউতে নেয়া হয়েছে। আজ রবিবার এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে। একপর্যায়ে তারা উপাচার্য গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করে। সূত্র : জনকন্ঠ

সাথী /হককথা