রেস্তোরাঁয় পরিবেশিত মাছ কামড়ে ধরল চপস্টিক

- প্রকাশের সময় : ১১:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৩৬ বার পঠিত
রেস্তোরাঁয় আপনাকে কোনো খাবার দেওয়া হলো। খেতে গিয়ে দেখলেন খাবার জীবিত হয়ে উঠেছে। এমন বিব্রতকর পরিস্থিতিতে কি আপনি কখনো পড়েছেন? বিদঘুটে মনে হলেও এমন ঘটনাই ঘটেছে জাপানের একটি রেস্তোরাঁয়। সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, একটি টেবিলে খাওয়ার জন্য প্লেটে করে পরিবেশন করা হয়েছে মাছ। সঙ্গে রয়েছে সামান্য পরিমাণে সালাদ। খাওয়ার জন্য চপস্টিক এগিয়ে নিতেই দেখা গেল জীবিত হয়ে উঠেছে প্লেটের মাছ। শুধু তা-ই নয়, এ সময় সে কামড়ে ধরেছে চপস্টিক। ওটেরিফাইয়িং নামে অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়—‘খাওয়ার জন্য রেস্তোরাঁয় পরিবেশিত মাছ কামড়ে ধরল চপস্টিক।’
ভিডিও দেখে নেটিজেনরা এ নিয়ে করছেন নানা মন্তব্য। একজন লিখেছেন—‘এটি অবিশ্বাস্যভাবে ভয়ংকর দেখাচ্ছে। ২০ বছর ধরে আমি খাবার বিক্রির ব্যবসা করছি, এ ধরনের জীবিত কোনো বস্তু কখনো পরিবেশন করিনি। তাই খাবার পরিবেশনের আগে সঠিকভাবে রান্না হয়েছে কিনা, তা নিশ্চিত হোন।’ অন্য একজন লিখেছেন—‘এটি সত্যিই খাবারের সবচেয়ে অপ্রীতিকর প্লেট।’ সূত্র : এবিপি লাইভ।