যুক্তরাষ্ট্রে উৎসবের আমেজে ৫০ কিশোরীর হিজাব পরিধান শুরু
- প্রকাশের সময় : ১২:১৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ৮২ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে আনুষ্ঠানিকভাবে হিজাব পরিধান শুরু করেছে অন্তত ৫০ জন কিশোরী। শহরটির অরল্যান্ড পার্ক মসজিদে উৎসবের আমেজে তারা হিজাব পরা শুরু করে। স্থানীয় সময় গত মঙ্গলবার আড়ম্বর এ হিজাব উৎসবটি অনুষ্ঠিত হয়। উৎসবে অংশ নেয়া কিশোরীরা পোশাক-পরিচ্ছদে এখন থেকে ইসলামী ফ্যাশন অনুসরণ করবে বলে সংকল্প করেছে।
সুন্দর এ হিজাব উৎসবের আয়োজন করে সেখানকার ইসলামিক সেন্টার। কয়েক পর্বের এই আনন্দ উৎসবে প্রথমবার হিজাব পরিহিতা কিশোরীদের বেশ উৎফুল্ল ও উচ্ছ্বসিত দেখা যায়। এসব কিশোরীর বেশিরভাগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলের ছাত্রী পশ্চিমের দেশগুলোতে হিজাব পরিধানের সিদ্ধান্তটি বেশ চ্যালেঞ্জের। হিজাব পরিহিতা মুসলিম কিশোরী ও নারীরা শিক্ষাকেন্দ্র-কর্মক্ষেত্রসহ প্রায় সব জায়গায় নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হন।
আরোও পড়ুন । স্বাস্থ্য সচেতন করতে সংবাদপত্রের বিশেষ ভূমিকা থাকা দরকার
কোমলমতি কিশোরীদের হিজাব পরিধানে উদ্বুদ্ধ করার পাশাপাশি ইসলামিক সেন্টার এই উৎসবের আয়োজন করেছে তাদের মধ্যে এই বার্তা দেয়ার জন্য যে, চ্যালেঞ্জিং এ সিদ্ধান্ত কোনো কিশোরী একা নেয়নি; বরং তার সাথে আরো অনেকেই আছে। হিজাব পরিধানের সম্মিলিত এই উদ্যোগ তাদের মনোবল বাড়াবে বলে ইসলামিক সেন্টার বিশ্বাস করে। সূত্র : মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড
সাথী / হককথা