বিজ্ঞাপন :
ভুট্টার যত উপকারিতা
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:২৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ৪৬ বার পঠিত
হককথা ডেস্ক : কয়লার আগুনে পোড়া ভুট্টা লবণ ও মরিচ দিয়ে খেতে ভীষণ মজা। আবার প্রিয় সিনেমা দেখেত দেখতে হাতে পপকর্ন না থাকলে তো চলেই না! শুধু কি খেতেই সুস্বাদু? পুষ্টিগুণের দিক থেকেও এই সবজির জুড়ি মেলা ভার। জেনে নিন ভুট্টার বিভিন্ন উপকারিতা সম্পর্কে।
- ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ভুট্টা। এই দুই উপাদান আমাদের কোষের যত্ন নেয়।
- যেক্সাসথিন নামক একটি উপাদানের দেখা মেলে ভুট্টায়। উপাদানটি দৃষ্টিশক্তি ভালো রাখে।
- হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি কমায়।
- ফাইবার সমৃদ্ধ ভুট্টা অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। ফলে কমে অতিরিক্ত খাওয়ার প্রবণতা।
- রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
- হজমে সাহায্য করে ভুট্টা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূরে রাখে। ফলে পরিপাকতন্ত্রকে সুস্থ থাকে।
- ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি, ই এবং কে মেলে ভুট্টা থেকে। এগুলো আমাদের সুস্বাস্থ্য বজায় রাখে।
- আমাদের শরীরে শক্তি জোগায় ভুট্টায় থাকা শর্করা । তথ্য : ওয়েবএমডি