২৫ বছরে বাংলা পত্রিকা : ৭ম বর্ষে টাইম টেলিভিশন
- প্রকাশের সময় : ০১:২০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ৩০ বার পঠিত
নিউইয়ক (ইউএনএ): নিউইয়র্ক থেকে প্রকাশিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের কাছে জনপ্রিয় সাপ্তাহিক বাংলা পত্রিকা ২৫ বছরে আর টাইম টেলিভিশন ৭ বছরে পা রাখলো। বাংলা পত্রিকার পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সকল প্রবাসীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে জন্মদিনের শুভক্ষইে। পাশাপাশি অতীতের ন্যায় পাশে থাকা এবং অকুন্ঠ সমর্থন সহযোগীতার আহŸান জানানো হয়েছে। উল্লেখ্য, ২৪ বছর আগে ২৭ সেপ্টেম্বর বাংলা পত্রিকা আতœপ্রকাশ এবং ৬ বছর আগে ২৬ সেপ্টেম্বর টাইম টেলিভিশন সম্প্রচার করে। খবর ইউএনএ’র।
উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটিতে জনপ্রিয় টিভি ‘টাইম টেলিভিশন’ দর্শক-শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়ে ৭ম বর্ষে যাত্রা শুরু করলো। সফলতার ৬ বছর পেরিয়ে টাইম টেলিভিশন ৭ম বছরে পদার্পণ উপলক্ষ্যে টাইম টেলিভিশনে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা। করোনাভাইরাস পরিস্থিতির প্রেক্ষাপট আর বাস্তবতার আলোকে বাংলা পত্রিকা আর টাইম টেলিভিশনের জন্মদিন অতীতের ন্যায় আড়ম্বরের সাথে পালন করা হয়। মিডিয়া দু’টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এর কর্ণধার জনাব আবু তাহের দর্শক, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী, শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানন। পাশাপাশি টাইম টেলিভিশনের পক্ষ থেকে পথচলায় সবার আন্তরিক সহযোগীতা কামনা করা হয়।
এদিকে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র বর্ষপূর্তী উপলক্ষ্যে গত ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় মিডিয়া হাউজ দু’টির বার্তা বিভাগের পক্ষ থেকে প্রতিষ্ঠান দু’টির কর্ণধার জনাব আবু তাহের-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মহামারী করোনাভাইরাসের প্রেক্ষিতে অনাড়ম্বপূর্ণ এই আয়োজনে আবু তাহের কেক কাটেন। এসময় টাইম টেলিভিশন-এর অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু এবং বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিব রহমান, বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন-এর বার্তা সম্পাদক এম এ আহাদ এবং সাংবাদিক দিদার চৌধুরী সহ মিডিয়া দুটি’র অন্যান্য কর্মকর্তাদের মধ্যে এমদাদ চৌধুরী দীপু, আব্দুল কাদের, মাসুদুর রহমান, নাজিম উদ্দিন, মনা শফিক, সামিয়া মুন ও জিল্লুল ইসলাম উপস্থিত ছিলেন।