হককথা ও ইউএনএ’র প্রতিষ্ঠা ১ জানুয়ারী
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০১:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০১৬
- / ৯৫৪ বার পঠিত
নিউইয়র্ক: আফ্রো-এশিয়া ল্যাতিন আমেরিকার মজলুম জননেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে নিউইয়র্ক থেকে প্রতিষ্ঠিত সাপ্তাহিক হককথা’র প্রতিষ্ঠা ১ জানুয়ারী ২০০৬। হককথার পাশাপাশি বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) প্রতিষ্ঠা করা হয়। হককথা প্রকাশের পর দীর্ঘ এক বছর পত্রিকাটি নিয়মিত প্রকাশের পর বাস্তবতার আলোকে এর প্রিন্ট ভার্সন বন্ধ করে পরবর্তীতে ওয়েবপোর্টাল চালু করা হয়। হককথার ওয়েবপোর্টাল-এ দেশ ও প্রবাসের সকল প্রকার খবরাখবর নিয়মিত পোষ্ট করা হচ্ছে।
হককথা প্রকাশনার সাথে জড়িত রয়েছেন বা ছিলেন সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, অধুনালুপ্ত নতুন প্রবাসী’র সম্পাদক শিকদার হুমায়ুন কবীর। আর সম্পদকের দায়িত্ব পালন করছেন এবিএম সালাহউদ্দিন আহমেদ। বর্তমানে হককথা প্রকাশনার সাথে সহযোগিতায় রয়েছেন সহকারী সম্পাদক সামিউল ইসলাম।