বিজ্ঞাপন :
সাংবাদিক স্বপন হাই’র সাথে অপেশাদার আচরণের তীব্র নিন্দা
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০২:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
- / ৬৭৬ বার পঠিত
নিউইয়র্ক: জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর সাধারণ সভায় ফটো সাংবাদিক এ হাই স্বপনের সাথে ব্যবসায়ী ও চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি দাবীদার রাশেদ আহমেদ-এর অপেশাদার আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ফটো সাংবাদিক স্বপন জ্যাকসন হাইটস ব্যবসায়ীদের সভার ছবি তুলতে গেলে তার উপর ক্ষিপ্ত হয়ে গ্লাস ছুঁড়ে মারতে উদ্যত হন রাশেদ আহমেদ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে- ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’র নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস এক বিবৃতিতে গত ২১ নভেম্বর মঙ্গলবারের উক্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যেকোন সভা-সমাবেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদান বা অপেশাদার আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।