সাংবাদিক শহীদুল ইসলাম আহত

- প্রকাশের সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
- / ৮১০ বার পঠিত
নিউইয়র্ক: দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক বাঙালী’র বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম আহত হয়ে নিউইয়র্ক সিটির এলমার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অভিযোগ সাংবাদিক দর্পণ কবীর তার বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং পুলিশ ও অ্যাম্বুলেন্স ডেকে এলহার্স্ট হাপাতালের জরুরী বিভাগে ভর্তি হন। গত ১৫ জানুয়ারী রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
সাংবাদিক শহীদুল ইসলামের অভিযোগ, জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ও ক্লাবের নির্বাচন কমিশনের যৌথ সভায় সংশ্লিষ্ট বিষয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে দর্পণ কবীর তার বুকে লাথি মারলে তিনি (শহীদুল) ফ্লোরে পড়ে যান। উল্লেখ্য, দর্পন কবীর এই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং শহীদুল ইসলাম সহ সাধারণ সম্পাদক।
এদিকে প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান ও সহ সভাপতি মোহাম্মদ সাঈদ এবং সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো সহ টাইম টেলিভিশন-এর বিশেষ প্রতিনিধি শাহেদ আলম ও কমিউনিটি এন্ড আউটরীচ পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু সাংবাদিক শহীদুল ইসলামকে দেখতে এলমহার্স্ট হাসপাতালে যান। সেখানে পুলিশের উপস্থিতিতে জরুরী বিভাগে তার নিবিঢ় চিকিৎসা চলছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উল্লেখিত ঘটনার ব্যপারে সাংবাদিক দর্পণ কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রেসক্লাবের সভায় সাংগঠনিক বিষয়ে আমাদের কথাকাটাকাটি হয়েছে সত্য। কিন্তু কাউকে আঘাত করার ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে শহীদুল ইসলামের আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তার বুকে আঘাত করার ঘটনা একটা নাটক’।
সর্বশেষ খবরে জানা গেছে, সাংবাদিক শহিদুল ইসলাম সোমবার ভোরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরে গেছেন। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)