বিজ্ঞাপন :
সাংবাদিক ফাহিম মুনয়েম’র ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের শোক
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০১৬
- / ৫৪৯ বার পঠিত
নিউইয়র্ক: সাবেক তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিব এবং বেসরকারি মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম’র ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
সাংবাদিক ফাহিম মুনয়েম-এর মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
উল্লেখ্য, ফাহিম মুনয়েম হৃদরোগে আক্রান্ত হয়ে ১ জুন বুধবার সকাল সোয়া ছয়টার দিকে (বাংলাদেশ সময়) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সহকর্মীদের অনেকের কাছে তিনি ‘টিপু ভাই’ হিসেব পরিচিত ছিলেন। তিনি মরহুম সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের পুত্র।