সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা
- প্রকাশের সময় : ০৫:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫
- / ৪২১ বার পঠিত
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে গত সোমবার (২০ এপ্রিল) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএফইউজে-ডিইউজের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি জানান।
২০ এপ্রিল কারওয়ান বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণসংযোগকালে তার গাড়িবহরে হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। এই সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মাই টিভির পলিটিক্যাল রিপোর্টার ইউসুফ আলী, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মঈনুল আহসানসহ বেশ কয়েকজন সাংবাদিক।
সাংবাদিক নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা ক্ষমতাসীনদের দিয়ে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। কারওয়ান বাজারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তারই ধারাবাহিকতার অংশ। এই ঘটনার পথ ধরেই সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ ২৫ জন সাংবাদিক প্রাণ হারান। এসব ঘটনা প্রমাণ করে, সাংবাদিকেরা কতটা ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির জোর দাবি জানান। বিজ্ঞপ্তি।