নিউইয়র্ক ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিক জুলহাস হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • / ৩১ বার পঠিত

ঢাকা ডেস্ক: ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক জুলহাস হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের নেতৃবৃন্দ।
বিএফইউজে’র সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম গত ৪ সেপ্টেম্বর শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবে করেন।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে তুলছে। সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে থাকেন। কিন্তু বিভিন্ন সময় তাদেরকে নানাভাবে হয়রানি-নির্যাতন ও হত্যাকান্ডের শিকার হতে হয়। যা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। এর অবসান হওয়া জরুরি এবং এক্ষেত্রে রাষ্ট্র ও সরকারকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসা উচিত।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারোবাড়িয়া এলাকার কালীমন্দিরের পাশে সাংবাদিক জুলহাস হোসেনকে হত্যা করা হয়। তিনি উপজেলার গাংগুটিয়াা ইউনিয়নের দক্ষিণ হাফকুড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। হত্যার ঘটনাটি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানিয়েছেন, দুর্বৃত্তদের দুজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের কাছে অস্ত্রও পাওয়া গেছে। -প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাংবাদিক জুলহাস হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা

প্রকাশের সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০

ঢাকা ডেস্ক: ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক জুলহাস হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের নেতৃবৃন্দ।
বিএফইউজে’র সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম গত ৪ সেপ্টেম্বর শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবে করেন।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে তুলছে। সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে থাকেন। কিন্তু বিভিন্ন সময় তাদেরকে নানাভাবে হয়রানি-নির্যাতন ও হত্যাকান্ডের শিকার হতে হয়। যা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। এর অবসান হওয়া জরুরি এবং এক্ষেত্রে রাষ্ট্র ও সরকারকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসা উচিত।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারোবাড়িয়া এলাকার কালীমন্দিরের পাশে সাংবাদিক জুলহাস হোসেনকে হত্যা করা হয়। তিনি উপজেলার গাংগুটিয়াা ইউনিয়নের দক্ষিণ হাফকুড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। হত্যার ঘটনাটি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানিয়েছেন, দুর্বৃত্তদের দুজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের কাছে অস্ত্রও পাওয়া গেছে। -প্রেস বিজ্ঞপ্তি।