সাংবাদিকতায় সালাহউদ্দিন আহমেদ নিবেদিত প্রাণ
- প্রকাশের সময় : ০৯:২১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ৬৫ বার পঠিত
বিশেষ প্রতিনিধি : সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক এবং টাইম টেলিভিশন-এর হোস্ট ও বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে ‘টাইম এক্সক্লুসিভ’ অনুষ্ঠানে সাংবাদিকতা পেশায় তার অবদানের কথা তুলে ধরতে গিয়ে মূল্যায়নে অনুষ্ঠানের প্যানেলিষ্টগণ বলেছেন, দেশ ও প্রবাসের সাংবাদিকতা পেশায় সালাহউদ্দিন আহমেদ একজন নিবেদিত প্রাণ। তার সততা, পেশাদারিত্ব আর ব্যবহার সর্বজন স্বীকৃত। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারী ছিলো তার জন্মদিন।
সাংবাদিক সালাহউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও তাকে সাথে নিয়েই শনিবার (২৮ জানুয়ারী) রাতের লাইভ সম্প্রচারিত অনুষ্ঠান ‘টাইম এক্সক্লুসিভ’ সঞ্চালনা করেন। এসময় আবু তাহের বলেন, সালাহউদ্দিন আহমেদ আমাদের একজন পরিবারের সদস্য, পেশাদার সাংবাদিকতায় তার যে ত্যাগ রয়েছে তার মূল্যায়ন দাবীদার। অনুষ্ঠানের নির্ধারিত বিষয় ভিত্তিক আলোচনার মাঝে প্যানেলিষ্টগণ সাংবাদিক সালাহউদ্দিন আহমেদের পেশাদায়িত্ব নিয়ে কথা বলেন। এসময় আলোচকগণ কমিউনিটি বিনির্মাণে প্রবাসের বাংলা সংবাদপত্রের ভূমিকা ও অবদান এবং কমিউনিটি সাংবাদিকতার বিভিন্ন প্রসঙ্গও তুলে ধরেন। বলেন, এখন সবাই সাংবাদিক! সাংবাদিকতা পেশায় পেশাদারিত্বের বড় অভাব। এজন্য সকল মহল-ই দায়ী বলে তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে আলোচকগণের মধ্যে ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট হাসান ফেরদৌস, বিশিষ্ট চিকিৎসক মঞ্জুর মোর্শেদ ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ জানান, ১৯৮৪ সালের এপ্রিল মাস থেকে তিনি সরাসরি সাংবাদিকতায় জড়িত হন। টাঙ্গাইল জেলার প্রথম সাপ্তাহিক ঝংকার পত্রিকায় খেলার খবর প্রকাশের মধ্যদিয়ে সাংবাদিকতা শুরু। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী জীবনের পর থেকেই নিউইয়র্কে বসবাস। নিউইয়র্কের সাপ্তাহিক বাংলাদেশ ও সাপ্তাহিক এখন সময়-এর বার্তা সম্পাদক হিসেবে কয়েক বছর কাজ করার পর সাপ্তাহিক বাংলা পত্রিকায় যোগদান। দীর্ঘ প্রায় ১২/১৪ বছর ধরে তিনি বাংলা পত্রিকা এবং টাইম টেলিভিশন-এর সাথে জড়িত রয়েছেন। ‘টাইম এক্সক্লুসিভ’ অনুষ্ঠানে তাকে উপস্থাপনার জন্য তিনি জনাব আবু তাহের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, টাঙ্গাইল পৌরসভাধীন ভাল্লুকান্দি গ্রামে ১৯৬৯ সালের ২৭ জানুয়ারী সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমেদের জন্ম। সাপ্তাহিক ঝংকার-এর পর টাঙ্গাইলের প্রথম দৈনিক মফস্বল-এর সর্বশেষ নির্বাহী সম্পাদক-এর দায়িত্ব পালন করেন। এছাড়াও টাঙ্গাইলের সাপ্তাহিক পূর্বাকাশ-এর চীফ রিপোর্টার, ঢাকার দৈনিক আজাদ (অধুনালুপ্ত) ও দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি, ঢাকার দৈনিক সবুজ বাংলা’র (অধুনালুপ্ত) চীফ রিপোর্টর-এর দায়িত্ব পালন ছাড়াও প্রবাস জীবনের আগে টাঙ্গাইল শহর থেকে প্রকাশিত ‘আজকের টেলিগ্রাম’ নামে একটি দৈনিক-এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। প্রবাস জীবনে তিনি ২০০৬ সালে নিউইয়র্ক থেকে সাপ্তাহিক হককথা এবং নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) প্রতিষ্ঠা করেন। টাঙ্গাইল প্রেসক্লাব ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব-এর সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রীধারী। তিনি বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) থেকে পেশাগত একাধিক কর্মশালায় অংশগ্রহণ ও প্রশিক্ষণ নেন।