সভাপতি গাফফার মাহমুদ, সম্পাদক জীবন ইসলাম
- প্রকাশের সময় : ০৭:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬
- / ৬৯২ বার পঠিত
ঢাকা: গত ৫ আগষ্ট শুক্রবার জাতীয় প্রেসক্লাবে টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রতন, অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল গাফফার মাহমুদ। এ সময় সংগঠনের সহ সভাপতি জাহাঙ্গীর ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী ও জীবন ইসলাম, কোষাধ্যক্ষ তাবিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক আবদুল লতিফ রানা, সদস্য সাখাওয়াত হোসেন বাদশা, খাজা মাইনউদ্দিন, ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আগামী দু’বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। নব-নির্বাচিত কমিটির সভাপতি হচ্ছেন- আবদুল গাফফার মাহমুদ, সাধারণ সম্পাদক জীবন ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ সভাপতি আশরাফ আলী ও জামাল উদ্দিন জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান ও ফিরোজ মান্না, সাংগঠনিক সম্পাদক খন্দকার আছাব মাহমুদ, কোষাধ্যক্ষ আবদুল লতিফ রানা, নারী সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক তারেক সালমান। কমিটির সদস্যরা হচ্ছেন- রফিকুল ইসলাম রতন, জাহাঙ্গীর ফিরোজ, সাখাওয়াত হোসেন বাদশা, শাহজাহান মিয়া, এস কে এনামুল হক, খাজা মাইনউদ্দিন, ইলিয়াস হোসেন ও সুবীর কুমার।
নব-নিবাচিত কমিটি অবিলম্বে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কর্মসূচী গ্রহণ করবেন। পাশাপাশি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও একটি ব্যাংক হিসাব খোলার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।