সংগ্রাম অফিস লকডাউন, দীপ্ত টিভির বার্তা বিভাগ বন্ধ
- প্রকাশের সময় : ০৯:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৪৯ বার পঠিত
দৈনিক সংগ্রাম অফিস লকডাউন, দীপ্ত টিভির বার্তা বিভাগ বন্ধ। ছবি: সংগৃহীত
হককথা ডেস্ক: একজন রিপোর্টারের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসায় রাজধানী ঢাকার মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রাম অফিস পুলিশ লকডাউন করে দিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর রমনা থানা পুলিশের একটি টিম গিয়ে এ নির্দেশ দেয়।
দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন কামাল বলেন, মাগরিবের নামাজের পর বার্তা কক্ষে ঢুকতে গিয়ে দেখেন পুলিশ এসে লকডাউনের নির্দেশ দেয়। পরে অফিসের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী চলে যান। পত্রিকার প্রিট ভার্সন আপাতত বন্ধ থাকবে। তবে অনলাইন সংস্করণ প্রচার হবে।
ওদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির বার্তা বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে বার্তা বিভাগের দুইজন সাংবাদিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে আগামী দুই সপ্তাহ বার্তা বিভাগ বন্ধ থাকবে। তবে অন্যান্য অনুষ্ঠান প্রচার হবে। (সূত্র: দৈনিক ইত্তেফাক)