মরহুম সাংবাদিক সাইফুলের পরিবারকে দুই লাখ টাকার চেক হস্তান্তর

- প্রকাশের সময় : ০২:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০১৫
- / ৬৬২ বার পঠিত
ঢাকা: বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া বিএফইউজের সদ্য প্রয়াত যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদারের স্ত্রী ও কন্যার হাতে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন ১৩ এপ্রিল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে গঠিত সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে এই সহায়তা দেয়ায় বিএফইউজে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায়। এছাড়া টাকা ছাড়ে দ্রুত ব্যবস্থা নেয়ায় ধন্যবাদ জানায় তথ্য মন্ত্রনালয়কে।
উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার গত ১৪ মার্চ শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দৈনিক আমাদের সময়-এ কর্মরত ছিলেন। ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ২০১৩-১৫’র জাতীয় নির্বাহী কমিটির নির্বাচিত যুগ্ম মহাসচিব। এছাড়া সাইফুল ইসলাম তালুকদার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ সভাপতি ছিলেন।